যাত্রী পরিবহনের সংকট মেটাতে নতুন ডিজাইন করে ‘একক যাত্রা’র কার্ড এনেছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সোমবার (৪ নভেম্বর) থেকে কার্ডগুলো লাইনে দেওয়া হয়েছে এবং যাত্রীরা ব্যবহার করছেন। নতুন কার্ডের ডিজাইন নিয়ে সন্তুষ্ট হয়েছেন যাত্রীরা।
নতুন ডিজাইনের কার্ড ছাপিয়ে আনার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) নাসির উদ্দিন আহমেদ। তিনি ঢাকা পোস্টকে বলেন, আমরা এই মাসে ২০ হাজার কার্ড এনেছি। আগামী মাসে আরও ২০ হাজার কার্ড আসবে। এভাবে ফেজ বাই ফেজ কার্ড আনা হবে।
ডিএমটিসিএলের একটি দায়িত্বশীল সূত্র ঢাকা পোস্টকে জানিয়েছে, নতুন কার্ড নিয়ে অনেক উৎসাহ-উদ্দীপনা ছিল। নতুন কার্ডগুলো ইতোমধ্যে দেশে আসতে শুরু করেছে। জাপান থেকে এয়ার মেইলে আনা হচ্ছে কার্ডগুলো।
সূত্রটি আরও জানায়, শুধু কার্ডগুলো এনেই সঙ্গে সঙ্গে লাইনে ছাড়া সুযোগ নেই। এগুলোকে প্রথমে আমাদের সফটওয়ারে রি-ইনিশিয়ালাইজড (পুনরায় চালু করা) করা হচ্ছে। তারপর স্টেশনে দেওয়া হচ্ছে। এগুলো সোমবার থেকে ব্যবহার করতে পারছেন যাত্রীরা।
বিষয়টি নিয়ে যাত্রীদেরও আগ্রহের কমতি নেই। তারা ভালো-মন্দের পক্ষে নানা মত দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের কমিউনিটি গ্রুপগুলোতে। আজিজ রোমান নামের একজন লিখেছেন, সহজ জিনিস কিউআর কোড রেখে এরকম উদ্ভট পরিকল্পনা কেন করে?