Saturday, April 19, 2025

ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

Must read

ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের একটি বগির দুইটি চাকা লাইনচ্যুত হয়েছে।

বুধবার বেলা পৌনে ১২টায় সদর উপজেলার কালীসীমার ছোটহরণ এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আপলাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. জসিম উদ্দিন বলেন, “দুপুরে ঢাকাগামী মালবাহী ট্ট্রেনটির একটি বগির দুইটি চাকা লাইনচ্যুত হয়।

এতে করে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে এক লাইনে ট্রেন চলাচল বিলম্বে চলাচল করছে।

“খবর পেয়ে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। উদ্ধারকাজ শেষ হলে আবার পুনরায় আপলাইনে ট্রেন চালানো হবে।”

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article