টঙ্গী ও বিমানবন্দর রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী উত্তরা এলাকায় মালবাহী ওয়াগন (কনটেইনার) লাইনচ্যুত হওয়ায় আপ লাইনে রেল চলাচল বন্ধ রয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) ভোর ৫টার দিকে এ ঘটনার পর থেকে ঢাকার কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত রেল চলাচলে বিঘ্ন ঘটেছে বলে জানান কমলাপুরের রেলওয়ে স্টেশনের মাস্টার মো. আনোয়ার হোসেন৷
সোমবার সকাল ৯টার দিকে তিনি বলেন, ‘ঢাকা থেকে টঙ্গীর দিকে যাওয়ার আপ লাইনে ট্রেন আপাতত চলছে না৷ টঙ্গী থেকে ঢাকায় আসার লাইনে (ডাউন লাইন) ট্রেন চলাচল করছে৷ ট্রেন ডিরেইল (লাইনচ্যুত) হওয়ার পর কর্মীরা কাজ করছেন৷ দ্রুততম সময়ের মধ্যে লাইন ক্লিয়ার করা হবে৷’
বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় কোনো ট্রেন কমলাপুরে আটকে নেই৷ তবে ট্রেনগুলো ঢাকা ছেড়ে যেতে বেশ কিছু সময় লাগছে৷
আনোয়ার হোসেন বলেন, বড় ধরনের শিডিউল বিপর্যয় এড়াতে রেলওয়ের কর্মীরা তৎপর রয়েছেন৷