Saturday, April 19, 2025

ভারতের প্রথম কেবল-সমর্থিত রেল সেতু: জম্মু ও কাশ্মীরের অঞ্জি খাদ ব্রিজ

Must read

উড়বে না ৪০ কেজি বিস্ফোরকে, ভাঙবে না ২১৩ কিমি ঝড়েও! এই রেলসেতু গড়ে রেকর্ড গড়ল ভারতীয় রেল

জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় অবস্থিত এই অঞ্জি খাদ সেতু মাত্র একটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে রয়েছে। এই সেতুর মোট দৈর্ঘ্য ৪৭৩.২৫ মিটার এবং এটি ১৫ মিটার চওড়া।

জম্মু: খুব শীঘ্রই জম্মু-কাশ্মীর ভারতীয় রেলপথে যুক্ত হয়ে যাবে। সম্প্রতি জম্মু ও কাশ্মীরের অঞ্জি খাদ রেল ব্রিজে সফল ট্রায়াল রান হয়েছে। এটাই দেশের প্রথম কেবল রেল ব্রিজ। সেই লাইন দিয়ে ছুটেছে একটি ইলেকট্রিক ইঞ্জিন। আগামী ৫ জানুয়ারি উধমপুর থেকে শ্রীনগর হয়ে বারামুল্লা লাইনে কাটরা-রিয়াসি সেকশন চূড়ান্তভাবে খতিয়ে দেখা হবে। তারপরই বাকি দেশের সঙ্গে এই লাইনকে যুক্ত করার সিদ্ধান্ত রেল কর্তৃপক্ষ। এই চূড়ান্ত পরিদর্শন করবেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। তিনি অনুমতি দিলেই শুরু হয়ে যাবে এই সেতু দিয়ে রেল চলাচল।

জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় অবস্থিত এই অঞ্জি খাদ সেতু মাত্র একটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে রয়েছে। এই সেতুর মোট দৈর্ঘ্য ৪৭৩.২৫ মিটার এবং এটি ১৫ মিটার চওড়া। ভিত থেকে সেতুটির উচ্চতা ১৯১ মিটার এবং ৯৬টি কেবল রয়েছে তাতে। তার সাহায্যেই এই সেতু কার্যত ঝুলে রয়েছে। এর ওপর দিয়ে ১০০ কিলোমিটার গতিবেগে ছুটতে পারে ট্রেন, এমনকী ৪০ কেজি বিস্ফোরকও এই সেতুটিকে উড়িয়ে দিতে পারবে না বলে রেল সূত্রে খবর।


- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article