Saturday, April 19, 2025

শেষের ফাঁকা বগিতে উঠেছিলেন দুই ছাত্র-ছাত্রী, সুযোগ বুঝে অতর্কিত হামলা

Must read

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের একটি বগিতে দুর্বৃত্তের সঙ্গে ‘ফোন’ নিয়ে ধস্তাধস্তির একপর্যায়ে ছাত্রকে ছুরি ও ব্লেডের আঘাতে রক্তাক্ত করে দুর্বৃত্তরা। পাশে থাকা ছাত্রী ভয়ে ট্রেন থেকে লাফিয়ে পড়েন। রোববার (২৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ষোলশহর থেকে ছেড়ে আসা সোয়া ১০টার শাটলের শেষের বগিতে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন মোরসালিন আহাম্মেদ মিরাজ ও তানজিলা আক্তার। তারা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

জানা গেছে, শাটল ট্রেনের শেষের ফাঁকা বগিতে ইংরেজি বিভাগের দুজন শিক্ষার্থী উঠেছিলেন। এ সুযোগে দুর্বৃত্তরা ওই বগিতে অতর্কিত হামলা করে। এ সময় তারা ওই বগিতে থাকা মোরসালিনের পকেটে থাকা ৮ হাজার টাকা নিয়ে নেয়। এছাড়া তার কাছে থাকা ফোন নিতে গেলে দুর্বৃত্তদের সাথে ধস্তাধস্তি হয়।এসময় মোরসালিনের মুখের দুই পাশে ব্লেড দিয়ে আঘাত করে। এবং বগিতে থাকা শিক্ষার্থী তানজিলা আক্তার ভয় পেয়ে ট্রেন থেকে লাফিয়ে পরার সময় মাথায় আঘাত প্রাপ্ত হয়।

পরে আহত মোরসালিনকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয়। জরুরি রক্তের প্রয়োজন হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখান থেকে তারা বাবা মা তাকে চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে নিয়ে যায় । শেষ খবর পাওয়া পর্যন্ত আহত মোরসালিন আশঙ্কামুক্ত।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. তানভীর হায়দার আরিফ বলেন, আমরা খবর পেয়ে আহত শিক্ষার্থীকে আমাদের বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স দিয়ে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেই। তারপরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠিয়ে উন্নত চিকিৎসা দেয়ার ব্যবস্থা করি। আমরা শাটল ট্রেনে শিক্ষার্থীদের জন্য নিরাপত্তা আরো জোরদার করার জন্য ব্যবস্থা নিচ্ছি।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article