তিন তরুণ ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছে। তার তিনজনই রেললাইনের ওপর বসে পাবজিতে মজেছিল। এ সময় ট্রেন আসলে এমন দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ভারতের বিহারের পশ্চিম চ্যাম্পপারা জেলায় এ ঘটনা ঘটে।
ট্রেনের নিচে কাটা পড়ে নিহত ওই তিন যুবক হলেন, ফুরকান আলম, সমীর আলম এবং হাবিবুল্লাহ আনসারী। পুলিশ জানিয়েছে, তারা তিন জনেই রেললাইনের ধারের বস্তি এলাকার বাসিন্দা।
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বৃহস্পতিবার রেললাইনের মাঝে বসেছিল তিন কিশোর। কানে হেডফোন থাকায় তারা ট্রেন আসার শব্দ শুনতে পায়নি। ট্রেন একেবারে কাছে চলে আসার পর আর কিছু করার ছিল না। ফলে তিনজনই একসঙ্গে ট্রেনে কাটা পড়ে।
দুর্ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যান ওই কিশোরদের পরিবারের সদস্যরা। লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান তারা। পরে ঘটনাস্থলে পৌঁছায় রেলপুলিশও।
এ বিষয়ে এসডিপিও বিবেক দীপ বলেন, ‘মৃতদের পরিবারের সঙ্গে কথা বলে ময়নাতদন্তের জন্য তাদের লাশ পাঠানোর ব্যবস্থা করছি। পরিবারের সদস্যদের বক্তব্যও রেকর্ড করা হবে। কোন পরিস্থিতিতে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হবে।’