Monday, April 21, 2025

রেল স্টেশন টিকিট কালোবাজারি, সেনাবাহিনীর অভিযানে আটক ৩

Must read

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা সদরের রেল স্টেশন এলাকায় টিকিট কলোবাজারির ঘটনায় অভিযান চালিয়ে তিন জনকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকাল ৩টার দিকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

পরে আটকদের মোহনগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ডসহ অর্থদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মোহনগঞ্জ উপজেলার টেংরাপাড়া গ্রামের গোলাম রব্বানীর ছেলে খসরু, একই ‍গ্রামের মৃত মুসলিম উদ্দিনের ছেলে ফুল মিয়া ও জামালপুরের মেলান্দহ উপজেলার পাঁচপয়লা গ্রামের আসাদুল্লাহর ছেলে আবু সাইম। তাদের মধ্যে খসরু ও সাইমকে ৫০০ টাকা ও ফুল মিয়াকে ৯০০ টাকা অর্থদণ্ড করা হয়।

বৃহস্পতিবার রাত ৭টার দিকে নেত্রকোনা সেনা ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে মোহনগঞ্জ আর্মি ক্যাম্প থেকে লেফটেন্যান্ট মাহমুদুল হাসান মেহেদীর নেতৃত্বে মোহনগঞ্জ রেল স্টেশনে অভিযানের মাধ্যমে টিকিট কালোবাজারি খসরু, সাইম ও ফুল মিয়া নামে তিন জনকে আটক করে সেনাবাহিনী। পরে মোহনগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে কারাদণ্ডসহ অর্থদণ্ড প্রদান করেন।

এদিকে বিকাল সাড়ে ৩টার দিকে দণ্ডপ্রাপ্তদের মোহনগঞ্জ থানা পুলিশেরে কাছে হস্তান্তর করা হয়েছে। থানার ওসি আমিনুল ‍ইসলাম বলেন, দণ্ডপ্রাপ্তদের শুক্রবার সকালে রেল পুলিশের সহায়তায় জেলা কারাগার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article