জমিতে অবৈধভাবে নির্মিত স্থাপনা সরাতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। যেখানে ক্ষমতার জোর নেই সেখানে দেদারসে চলছে অভিযান। আর যেখানে ক্ষমতার জোর আছে, সেখানে যেন পাশ কাটিয়ে যাচ্ছে রেলওয়ে। টিকে থাকছে ক্ষমতাসীনদের মুরগির ফার্ম। আর ভেঙে ফেলা হচ্ছে উদ্বাস্তু মানুষের ১০ ফিটের একমাত্র থাকার ঘর।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে তেজগাঁও রেলওয়ে স্টেশনের আগে তেজগাঁও-ফার্মগেট রেলগেট এলাকায় রেলওয়ের জমিতে অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ অভিযানে যায় বাংলাদেশ রেলওয়ে। এই অভিযানের নেতৃত্ব দেন রেলওয়ে ঢাকা বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন মাহমুদ।
রাজধানীর তেজগাঁও-ফার্মগেট রেলগেট এলাকায় থেকে এফডিসি রেলগেট এলাকা পর্যন্ত রেললাইনের দুইপাশে বহু মানুষের ঘর। এসব ঘর তৈরি করা হয়েছে টিন, বাঁশ আর কাঠ দিয়ে। যা যেকোনো সময় সরিয়ে ফেলতে পারবেন ঘরের বাসিন্দারা। এসব মানুষ কাজ কারেন পাইকারি আড়ত কারওয়ান বাজারে। পাশাপাশি একই জায়গায় ক্ষমতাসীনরা মেঝে পাকা করে স্টিল ফ্রেমে উঁচু করে তৈরি করেছেন মুরগির ফার্ম।