পার্বতীপুর জংশনে আজ সকাল থেকে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। হলদিবাড়ি রেলগেটে একটি ট্রাক আটকে যাওয়ার কারণে পার্বতীপুর-হলদিবাড়ি রুটে আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে প্ল্যাটফর্মগুলোতে বিভিন্ন গন্তব্যে যাত্রীবাহী ট্রেন আটকে রয়েছে।
১. ১ নং প্ল্যাটফর্ম: ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস প্রায় ৫০ মিনিট ধরে অপেক্ষমাণ।
২. ২ নং প্ল্যাটফর্ম: খুলনাগামী রূপসা এক্সপ্রেস প্ল্যাটফর্মে প্রবেশ করেছে ১১:২৬ মিনিটে।
৩. ৩ নং প্ল্যাটফর্ম: ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস প্রায় এক ঘণ্টা ধরে দাঁড়িয়ে রয়েছে।
যাত্রীদের ভোগান্তি চরমে উঠেছে। রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত সমস্যার সমাধানে কাজ করছে বলে জানা গেছে।