বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে আজ ২৮ জানুয়ারি ২০২৫ থেকে সারাদেশে রেল যোগাযোগে বিপর্যয় দেখা দিয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় বিকল্প ব্যবস্থা হিসাবে গুরুত্বপূর্ণ রেল রুটসমূহে যাত্রী পরিবহনের জন্য বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে।
এই বিশেষ বাস সার্ভিসের মাধ্যমে ঢাকা রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া ও ময়মনসিংহগামী যাত্রীরা তাদের পূর্বে ক্রয়কৃত রেল টিকেট ব্যবহার করে ভ্রমণ করতে পারবেন। একইভাবে এসব স্থান থেকে ঢাকায় আসার ক্ষেত্রেও এই বাস সার্ভিস ব্যবহার করা যাবে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বিশেষ বিআরটিসি বাস সার্ভিস চালু থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। যাত্রীদের সুবিধার্থে রেল টিকেটের মাধ্যমে বাস সার্ভিস চালুর এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে ভুক্তভোগী যাত্রীরা।