Saturday, April 19, 2025

মেট্রো স্টেশনেই মিলবে ইলেকট্রনিক পণ্য মেরামত সেবা

Must read

ঢাকার মেট্রোরেল স্টেশনে ইলেকট্রনিক ডিভাইস মেরামতের জন্য স্মার্ট সেবা চালু করল ১০০০ফিক্স। ২৭ জানুয়ারি আগারগাঁও মেট্রোরেল স্টেশনে এই সেবার উদ্বোধন করা হয়।

স্টেশনগুলোর স্মার্ট কিওস্ক থেকে গ্রাহকরা নষ্ট হওয়া ল্যাপটপ, পিসি এবং আইপিএস সহজে জমা দিয়ে, মেরামতের পর সংগ্রহ করতে পারবেন।  ‘১০০০ফিক্স স্টেশন’ নামে এই সেবা মতিঝিল, শাহবাগ, ফার্মগেট, আগারগাঁও এবং শেওড়াপাড়া স্টেশনে চালু হয়েছে।

আগারগাঁও মেট্রোরেল এই সেবার উদ্বোধন করেন স্মার্ট টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ জহিরুল ইসলাম। এ সময় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কোম্পানি সচিব খোন্দকার এহতেশামুল করিম, ১০০০ফিক্স সার্ভিসের প্রধান পরিচালন কর্মকর্তা রিজওয়ানুল হক ডিএমটিসিএলের প্রকৌশলী মাহফুজুর রহমান, ১০০০ফিক্স সার্ভিসের চিফ সার্ভিস অফিসার ইফতেখার রাসেল, ডিজিবক্স লিমিটেডের হেড অফ অপারেশন এস কে মাসুদুর রহমান এবং স্পীড টেকনোলজির চেয়ারম্যান মোশাররফ হোসেন সুমন উপস্থিত ছিলেন।

এ সময় খোন্দকার এহতেশামুল করিম বলেন, ‘এই উদ্ভাবনী কিওস্ক প্রযুক্তি গ্রাহকদের সেবা সহজতর করবে এবং এটি দেশের গ্রাহক সেবার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে।’

মোহাম্মাদ জহিরুল ইসলাম জানান, ‘স্মার্ট গ্রুপ সর্বদা প্রযুক্তিনির্ভর সেবার উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। ‘১০০০ফিক্স স্টেশন’ এই লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

অনুষ্ঠানে জানানো হয়, ডিজিবক্স এবং ১০০০ফিক্সের যৌথ উদ্যোগে তৈরি এই স্টেশনগুলো গ্রাহকদের সময় বাঁচিয়ে দ্রুত ও সহজ সেবা প্রদান করবে। প্রথম পর্যায়ে ৫টি স্টেশনে সেবা চালু করা হয়েছে। ভবিষ্যতে মেট্রোরেল স্টেশনগুলোর পাশাপাশি শপিং মলেও এই সেবা সম্প্রসারণ করা হবে। 

প্রসঙ্গত, ‘১০০০ফিক্স স্টেশন’ মূলত একটি আধুনিক কিওস্ক প্রযুক্তি। যা ইলেকট্রনিক ডিভাইস দ্রুত জমা দেওয়ার এবং মেরামতের পর সংগ্রহের ব্যবস্থা নিশ্চিত করে। এটি বাংলাদেশের প্রযুক্তিনির্ভর গ্রাহক সেবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদ্ভাবন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article