বর্তমানে মেট্রোরেল পরিচালনা করতে প্রত্যেক মাসে ৬ কোটি টাকার বিদ্যুৎ প্রয়োজন হয় বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
শুক্রবার বিকেল তিনটা থেকে অর্থাৎ ছুটির দিন হিসেবে মেট্রোরেল আধাবেলা চলাচল করলেও মে মাস থেকে শুক্রবার সকাল থেকেই মেট্রোরেল চালানোর চিন্তা করছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
মঙ্গলবার (৪ জানুয়ারি) উত্তরায় মেট্রোরেলের ডিপোতে সাংবাদিকদের এ কথা জানান ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবদুর রউফ।
তিনি বলেন, মেট্রোরেলের ফ্রিকোয়েন্সি মে মাসের মধ্যে সহনীয় মাত্রায় আনার জন্য আমরা কাজ করছি। এ বিষয়ে উপদেষ্টার নির্দেশনা রয়েছে। মে মাসকে আমরা টার্গেট করেছি। আশা করছি মে মাসের মধ্যে গুছিয়ে ফেলতে পারবো।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, মেট্রোরেল রাত ১০টা পর্যন্ত চালানোর ব্যাপারেও প্রচণ্ড চাপ রয়েছে।