Sunday, April 20, 2025

রোজায় মেট্রোরেলের নতুন সূচি, নেয়া যাবে পানি

Must read

রমজান উপলক্ষ্যে নতুন সময়সূচি ঘোষণা করেছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট লিমিটেড (ডিএমটিসিএল)। এছাড়া ইফতারের সময় মেট্রোরেল স্টেশনের প্ল্যাটফর্ম ও ট্রেনে জনপ্রতি ২৫০ মিলিলিটার পানি নেয়া যাবে। তবে ট্রেনে অন্য কোনো খাবার বহন করা যাবে না।

শনিবার (১ মার্চ) মেট্রোরেল কর্তৃপক্ষ রমজান মাস উপলক্ষ্যে মেট্রোরেল চলাচলের সময়সূচি ঘোষণা করেছে। সেখানেই পানি বহনের বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোজার মাসে ইফতারের জন্য ছোট পানির বোতল বহন করতে পারলেও পানি যেন পড়ে না যায় সেই বিষয়ে যাত্রীদের সতর্কতা অবলম্বন করতে হবে। ব্যবহৃত পানির বোতল প্লাটফর্ম, কনকোর্স কিংবা প্রবেশ ও বাইর হওয়ার গেইটে থাকা ডাস্টবিনে ফেলতে হবে।

rail

রমজান মাস উপলক্ষ্যে যে সময়সূচি ঘোষণা করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ তাতে শুক্র ও শনিবার এবং অন্যান্য সরকারি ছুটির দিনের সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে।

নতুন সময়সূচি অনুসারে, উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত সকাল ৭টা ১০ মিনিট থেকে ৭টা ৩০ মিনিট পর্যন্ত ট্রেন চলবে ১০ মিনিটের ব্যবধানে। ৭টা ৩১ মিনিট থেকে ৬টা ৫০ মিনিট পর্যন্ত ৮ মিনিট ব্যবধানে ট্রেন চলবে। এরপর ৬টা ৫১ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত ট্রেন আবার ১০ মিনিটের ব্যবধানে চলবে।

দিনের প্রথম মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল ৭টা ১০ মিনিটে ছাড়বে এবং রাতে সর্বশেষ ট্রেন ছেড়ে যাবে রাত ৯টায়।

অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত সকাল ৭টা ৩০ মিনিট থেকে ৮টা পর্যন্ত ১০ মিনিট ব্যবধানে। সকাল ৮টা ১ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত ট্রেন চলবে ৮ মিনিট ব্যবধানে।  

মতিঝিল থেকে সকালে প্রথম ট্রেন ছাড়বে ৭টা ৩০ মিনিটে। রাতে সর্বশেষ ট্রেন ছেড়ে যাবে ৯টা ৪০ মিনিটে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article