Sunday, April 20, 2025

ট্রেনে নিম্নমানের সেহরি-ইফতারি বেশি দামে বিক্রির অভিযোগ

Must read

দেশে চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলোতে নিম্নমানের সেহরি ও ইফতারি সরবরাহ করে যাত্রীদের কাছ থেকে গলাকাটা মূল্য আদায়ের অভিযোগ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের কাছে পাঠানো এক পর্যবেক্ষণ প্রতিবেদনে এ অভিযোগ করা হয়। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ অভিযোগ করেন

প্রতিবেদনে বলা হয়, ১ম ও ২য় রমজানে দুইদিনে সংগঠনের সদস্যরা আন্তঃনগর তূর্ণা নিশীথা, সুবর্ণ এক্সপ্রেস, তিস্তা এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস, যমুনা এক্সপ্রেস, কালনী এক্সপ্রেস, হাওর এক্সপ্রেস, মোহনগঞ্জ এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেস, কক্সবাজার এক্সপ্রেস, মহানগর গোধূলী, একতা এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে সেহরি ও ইফতারি সরবরাহ কার্যক্রম পরিদর্শন করে। এতে দেখা গেছে, প্রায় সব ট্রেনে নিম্নমানের ও খাবার অযোগ্য সেহরি সরবরাহ করা হচ্ছে। এসব সেহরি প্যাকেটজাত করার গাফিলতির কারণে অনেক খাবার গরম বাষ্পে নষ্ট হয়ে গেছে। এমন সেহরির খাবার বিভিন্ন ট্রেনে যাত্রীদের মধ্যে সরবরাহ করতে দেখা গেছে।

এসব ট্রেনে ইফতারিতে ছোলা, পেঁয়াজু, বেগুনি, জিলাপি, আপেলসহ যেসব খাবার যে পরিমাণে দেওয়ার কথা ক্যাটারিং প্রতিষ্ঠানের পক্ষ থেকে সেই পরিমাণে ইফতারি ও সেহরি সরবরাহ করছে না। সব ট্রেনে রেলওয়ে কর্তৃক সরবরাহ করা সেহরি ও ইফতারির মূল্যতালিকা প্রতিটি কোচের যাত্রীদের কাছে দৃশ্যমান জায়গায় লাগানোর বাধ্যবাধকতা থাকলেও পর্যবেক্ষণে তা পাওয়া যায়নি। এমনকি কোনো ট্রেনের ক্যান্টিনেও সেহরি ও ইফতারির মূল্যতালিকা সাঁটানো হয়নি।

ক্যাটারিং প্রতিষ্ঠানের রশিদ দিয়ে মূল্য আদায়ের নিয়ম থাকলেও রশিদ ছাড়া এসব খাবারের মুল্য আদায় করতে দেখা গেছে। এছাড়াও প্রতিটি ট্রেনে রেলওয়ে কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত মূল্যের অতিরিক্ত দাম আদায় করছে ক্যাটারিং প্রতিষ্ঠান। এতে যাত্রীস্বার্থ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অতিরিক্ত মূল্য দিয়েও এসব মানহীন সেহরি খেতে না পেরে অধিকাংশ যাত্রী সেগুলো ফেলে দিচ্ছেন।

এমন পরিস্থিতিতে যাত্রীস্বার্থ রক্ষায় ট্রেনের প্রতিটি কোচের দৃশ্যমান স্থানে সেহরি ও ইফতারির মূল্যতালিকা সাঁটানোর ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে। এছাড়া রশিদ দিয়ে মূল্য আদায়ের ব্যবস্থা করতে আহ্বান জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি ট্রেনে সরবরাহ করা সেহরি ও ইফতারিতে মানসম্পন্ন খাবার সরবরাহ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রেলপথ উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article