দিনাজপুরের বিরামপুর রেলওয়ে স্টেশন এলাকায় ঢাকাগামী ট্রেন থেকে পড়ে সাগর ইসলাম (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ঠাকুরগাঁও সদরের শান্তিনগর গ্রামের সাহেরুল ইসলামের ছেলে।
মঙ্গলবার দিবাগত রাতে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে পার্বতীপুর গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি) পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য দিনাজপুরে মর্গে পাঠানো হয়েছে।
রেলওয়ে পুলিশের পার্বতীপুর জিআরপি থানার ওসি ফকরুল ইসলাম জানান, খবর পেয়ে তারা মঙ্গলবার রাতে বিরামপুর উপজেলার দেবীপুর গ্রাম এলাকায় রেল লাইনের পাশ থেকে সাগর ইসলামের লাশ উদ্ধার করেছেন। ওই দিন সন্ধ্যার আগে পঞ্চগড় থেকে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে মারা যায় যুবক সাগর।