। ভুলবশত বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করলেও পরে অনুশোচিত হয়ে স্বপ্রণোদিতভাবে ১৬০০ টাকা ভাড়া পরিশোধ করেছেন তারা।
জানা গেছে, মারুফ ও হুমায়ুন নামের ওই দুই শিক্ষার্থী রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষার্থী এবং বর্তমানে বিশ্ববিদ্যালয় ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। অসাবধানতাবশত তারা বিনা টিকিটে ট্রেনে উঠে পড়েন, তবে বিষয়টি উপলব্ধি করার পর দায়িত্বশীলতার পরিচয় দিয়ে রংপুর রেলওয়ে স্টেশনের স্টেশন সুপারিনটেনডেন্ট শংকর গাঙ্গুলীর কাছে নির্ধারিত ভাড়া পরিশোধ করে রশিদ গ্রহণ করেন।
তাদের এই সচেতনতা এবং নৈতিক দায়িত্ববোধ প্রশংসনীয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এক শিক্ষার্থী বলেন, আমরা বুঝতে পেরেছিলাম, এটি আমাদের ভুল হয়েছে। তাই নিজেরাই এসে ট্রেন ভাড়ার টাকা পরিশোধ করেছি।
রেলওয়ে কর্তৃপক্ষ তাদের এই ইতিবাচক দৃষ্টান্তকে সাধুবাদ জানিয়েছে এবং ভবিষ্যতে সকল যাত্রীকে টিকিট কেটে বৈধ উপায়ে রেল ভ্রমণের আহ্বান জানিয়েছে।