Sunday, April 20, 2025

মেট্রো স্টেশনে যাত্রীর পকেট থেকে ২৫ হাজার ডলার চুরির অভিযোগ

Must read

ঢাকা: রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনে মেজবা উদ্দিন নামে এক ব্যাংক কর্মকর্তার পকেট থেকে ২৫ হাজার কানাডিয়ান ডলার চুরি করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।  

এমআরটি পুলিশ বলছে, অভিযোগের ভিত্তিতে মেট্রো স্টেশন থেকে বিভিন্ন ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে মতিঝিল থানা পুলিশ।ঘটনার তদন্ত চলছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে মতিঝিল মেট্রোরেল স্টেশনে। মেজবা উদ্দিন মেট্রোরেলে করে মতিঝিল থেকে মিরপুর যাওয়ার জন্য স্টেশনে এসেছিলেন।

এ বিষয়ে মেজবা উদ্দিনের বন্ধু মোশারফ হোসেন বলেন, মেজবা ডাচ-বাংলা ব্যাংকে চাকরি করেন। তার বোন কানাডিয়ান প্রবাসী। মেজবার বোন বাংলাদেশ এসেছিলেন বেড়াতে। তিনি আবার কানাডায় চলে যাবেন। সেজন্য আজকে ওই কানাডিয়ান ডলারগুলো বোনের জন্য কিনেছিলেন মেজবা। পরে তিনি মতিঝিলের মেট্রোরেল স্টেশনে এসেছিলেন বিকেল সাড়ে ৪টার দিকে মিরপুর যাওয়ার উদ্দেশে। এরই মধ্যে স্টেশনে তার পকেট থেকে কে বা কারা ডলারগুলো নিয়ে গেছে।

তিনি বলেন, পরে মেজবার কাছ থেকে এই খবর শুনে আমিও স্টেশনে আসি। আমরা এখন স্টেশনের বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ দেখছি। কারা মেজবা পকেট থেকে ডলারগুলো চুরি করে নিয়ে গেছে সেটি বের করার জন্য।

এ বিষয়ে জানতে এমআরটি পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) সিদ্দিকী তানজিলুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এরকম একটা ঘটনা ঘটেছে বলে শুনেছি। ভুক্তভোগী মতিঝিল থানায় গেছেন। পরে মতিঝিল থানা পুলিশ সদস্য স্টেশনে এসে বিভিন্ন ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article