Monday, April 21, 2025

বিশেষ ট্রেন কমে অর্ধেকে, বিপাকে পড়বেন ঘরে ফেরা মানুষ

Must read

ঢাকা, ৭ মার্চ ২০২৫:
প্রতি বছর ঈদুল ফিতরের সময় যাত্রীদের বাড়ি ফেরা সহজ করতে বিশেষ ট্রেন চালানো হয়, তবে এবার বিশেষ ট্রেনের সংখ্যা অর্ধেক কমানো হয়েছে। গত বছর ২০টি (১০ জোড়া) বিশেষ ট্রেন চলেছিল, তবে এবার চলবে মাত্র ১০টি (৫ জোড়া)।

রেলওয়ের দাবি, ইঞ্জিন ও কোচের সংকট এবং চাহিদার কমতির কারণে বিশেষ ট্রেনের সংখ্যা কমানো হয়েছে। তবে নাগরিক সমাজের প্রতিনিধিরা এই পদক্ষেপের সমালোচনা করেছেন, কারণ সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং যানজটের কারণে মানুষ ট্রেনকেই পছন্দ করেন।

ঈদের অগ্রিম টিকিট বিক্রি ১৪ মার্চ শুরু হবে, এবং ফিরতি টিকিট ২৪ মার্চ থেকে বিক্রি হবে। বিশেষ ট্রেনের রুটে পরিবর্তন এসেছে, যেমন চট্টগ্রাম-চাঁদপুর রুটে এক জোড়া ট্রেন চলবে, যেখানে গত বছর দুটি চলেছিল। অন্যান্য রুটে কিছু বিশেষ ট্রেন সরানো হয়েছে বা বন্ধ করা হয়েছে।

রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ঈদে বিশেষ ট্রেনের সংখ্যা কমানোর পেছনে ইঞ্জিন সংকট এবং কিছু রুটে যাত্রী চাহিদা কম হওয়া কারণ।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article