গাজীপুরে রেলওয়ে যাত্রী সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে ৬ দফা দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি হয়েছে। সোমবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ও রেলওয়ে যাত্রীদের উদ্যোগে জয়দেবপুর রেলওয়ে জংশনে এ কর্মসূচি পালিত হয়েছে। এ সময় গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন সংগঠনের সভাপতি প্রকৌশলী শামসুল হক, সাধারণ সম্পাদক অধ্যাপক এমএ বাতেন, অধ্যাপক মকসুদুর রহমান, মহানগর ইমাম সমিতির সভাপতি মো. ফরহাদ হোসাইন, এবি পার্টি নেতা প্রিন্সিপাল হুমায়ূন কবির, জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মো. আতাউল্লাহ সহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় তারা গুরুত্বপূর্ণ গাজীপুর জেলা শহরের প্রধান রেল স্টেশন জয়দেবপুর জংশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতিসহ ৬ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, তিন বছর আগে এই স্টেশনের দৈনিক আয় ছিল ৮ লাখ টাকা, এখন নেমে এসেছে ৩ লাখ টাকায়, অথচ যাত্রী বেড়েছে। একটি প্রাইভেট ট্রেনকে বিশেষ সুবিধা দেয়ার জন্য চারটি সরকারি ট্রেনের বিরতি দেয়া হচ্ছে না।
শিল্প ও শ্রমঘন মহানগরী গাজীপুরে প্রায় ৭০ লাখ মানুষ বসবাস করে। গাজীপুর মহানগর প্রাণকেন্দ্রে অবস্থিত জয়দেবপুর রেলস্টেশন থেকে প্রতিদিন প্রায় ১ লাখ যাত্রী ট্রেনে করে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন। যাত্রীসেবা বৃদ্ধির জন্য দীর্ঘদিনের আন্দোলনের ফলস্বরূপ, রেলওয়ে উপদেষ্টা গত বছরের ২৪শে ডিসেম্বর জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকে গাজীপুর-ঢাকা ৪ জোড়া ট্রেনের উদ্বোধন করেন। উদ্বোধনের আগে উপদেষ্টা জয়দেবপুর স্টেশনে সকল ট্রেন স্থগিত, মাসিক টিকিট পুনরায় চালু এবং অন্যান্য সমস্যা সহ সব সমস্যা সমাধানে সদয় সম্মত হন। আলোচনায় রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসক ও স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুই মাসের বেশি সময় ধরে মাসিক টিকিট দেয়া হলেও নানা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।
যাত্রী চাহিদা অনুযায়ী সময় নির্ধারণ না করায় চালু হওয়া দু’টি ট্রেনই যাত্রীদের আশানুরূপ সুবিধা পাচ্ছে না। যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে উদ্বোধনী ট্রেন দু’টির সময়সূচি তৈরি করে জমা দেয়া হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বারবার যোগাযোগ ও আলোচনা করেও অন্যান্য দাবির কোনো সুরাহা হয়নি। ফ্যাসিবাদী সরকারের নিয়োগকৃত রেল ধ্বংসকারী ঠিকাদারের মাধ্যমে দুর্নীতিবাজ রেল কর্মকর্তাদের কারবার অব্যাহত রাখার স্বার্থে উদ্বোধনকৃত ট্রেন দু’টি সারা দিন অলস রাখা হচ্ছে এবং যাত্রীদের ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও জয়দেবপুরে আন্তঃনগর ট্রেন থামানো হচ্ছে না। বরং গাজীপুরবাসীর বহু আন্দোলনের ফসল আওয়ামী মাফিয়া রেলওয়ের হাতে তুরাগ ট্রেনটি ব্যক্তিমালিকানায় দেয়ার ষড়যন্ত্র চলছে। এ অবস্থায় ৭০ লাখ জনসংখ্যার গাজীপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত জয়দেবপুর রেলস্টেশনে প্রতিদিন গড়ে ১০ লাখ যাত্রী চলাচলের সুবিধা নিশ্চিত করতে দেরি না করে ৬ দফা বাস্তবায়নের দাবি জানান।
দাবিগুলো হলো- জয়দেবপুর স্টেশনে সকল আন্তঃনগর নন-স্টপ ট্রেনের স্টপেজ নিশ্চিত করা, সময়সূচি অনুযায়ী সকল ট্রেন চালানো, মাসিক টিকিট যেন কোনো নির্দিষ্ট ট্রেনের জন্য করা না হয়, জয়দেবপুর স্টেশন থেকে চলাচলকারী ট্রেনগুলো জয়দেবপুর স্টেশন থেকে নিয়ন্ত্রণ, বাংলাদেশ রেলওয়ের দুর্নীতি দূর করে এবং যাত্রী সুবিধা নিশ্চিত করা।