সেলিমুর রহমান :
আসন্ন ঈদুল ফিতরের সময় সারাদেশের সাথে বন্ধ হয়ে যেতে পারে রেল যোগাযোগ।মাইলেজ ইস্যু নিয়ে রেলের রানিং স্টাফদের আন্দোলনের রেশ কাটতে না কাটতেই আবারো আন্দোলনে যেতে চাচ্ছেন প্রকল্পের গেইট কিপারের। বাংলাদেশ রেলওয়ে মান উন্নয়ন শীর্ষক প্রকল্পের পূর্ব ও পশ্চিম অঞ্চলের গেইট কিপারের আসন্ন ঈদুল ফিতরের আগে যে কোনো দিন ট্রেন অবরোধ এবং কর্ম বিরতিতে যাবেন এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন।
এতে করে যে কোনো দিন সারাদেশের সাথে রেল যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে। চাকরি স্থায়ীকরণের দাবিতে দীর্ঘদিন যাবত আন্দোলন করে আছে পূর্ব ও পশ্চিম অঞ্চলের গেইট কিপারের। এ আন্দোলনের বিষয়ে জানতে চাইলে পশ্চিম অঞ্চলের গেইট কিপার প্রতিনিধি অ্যাসোসিয়েশন প্রধান , সোহেল মিয়া রেল নিউজ কে জানান, ৯ বছর ধরে অবহেলিত ও বিগত শাসক আমলের থেকে নির্যাতিত নিয়মিত ভুক্তভোগী ও কঠিনভাবে বৈষম্য শিকার হয়ে আসছেন তারা।
প্রকল্পের কর্মীদের বার বার রেলেওয়ের,রেল উপদেষ্টা, সচিব, মহাপরিচালক, দুই অঞ্চলের প্রকল্পের পরিচালক গণসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও রেলের উর্ধ্ব কর্মকর্তারাদের সাথে তারা একাধিকবার এ বিষয় নিয়ে বৈঠকে বসেন। বিভিন্ন সময় তাদের আশা দেয়া হলেও তা কার্যকর করা হয়নি। সোহেল মিয়া অভিযোগ করে বলেন, চাকরির রাজস্ব বিষয় নিয়ে মিথ্যা আশ্বাস, মিথ্যা অজুহাত, কথা দিয়ে কথা না রাখায়। প্রকল্পের গেইট কিপারদের চাকরি রাজস্ব না করায় বাধ্য হয়ে ট্রেন অবরোধ এবং কর্ম বিরতিতে যাচ্ছেন প্রকল্পের গেইট কিপারের। এতে করে সারাদেশের সাথে রেল যোগাযোগ বন্ধ থাকতে পারে।
ঈদের সময় এমনটা হলে ভোগান্তিতে পড়বে সাধারণ জনগণ। এ বিষয়ে রেলওয়ে মহাপরিচালক আফজাল হোসেন সাথে মুঠোফোনের যোগাযোগ চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।