Monday, April 21, 2025

মেট্রো রেলেও পকেটমার আতঙ্ক!

Must read

রাজধানীতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কঠোর নজরদারির পরেও বেড়েছে চুরি-ছিনতাইয়ের ঘটনা। আর গণপরিবহনে পকেটমারের দৌরাত্ম্য তো আছেই। বিশেষ করে বাসে সংঘবদ্ধ পকেটমার চক্র খুবই সক্রিয়। এবার পকেটমার চক্র সক্রিয় হয়েছে মেট্রো রেল স্টেশনগুলোতেও।সিসিটিভি ও নিরাপত্তাকর্মী থাকা সত্ত্বেও প্রায়ই মেট্রো রেলে ঘটছে চুরির ঘটনা।

খোঁজ নিয়ে জানা গেছে, ইফতারের আগ মুহূর্তে মেট্রো রেলে ভিড় বেড়েছে যাত্রীদের। পরিবারের সঙ্গে ইফতারে অংশ নিতে হুমড়ি খেয়ে মেট্রো রেলে ওঠার চেষ্টা করেন যাত্রীরা। ঠিক এই সময়টিকে টার্গেট করছে পকেটমার চক্র।যাত্রীবেশে স্টেশনে প্রবেশ করে তারা ফোন ও মানিব্যাগ হাতিয়ে নিচ্ছে। গত কয়েক দিনে দুজন পকেটমারকে আটক করেছে এমআরটি পুলিশ।

গতকাল ১১ মার্চ ফার্মগেট স্টেশন থেকে নামার সময় এক যাত্রীর ব্যাগ থেকে মোবাইল চুরি করে এক পকেটমার। এ সময় বুঝতে পেরে উপস্থিত যাত্রীরা তাকে আটক করে।পরে এমআরটি পুলিশ ওই পকেটমারকে তেজগাঁও টহল পুলিশের কাছে হস্তান্তর করে। এর আগে গত ১০ মার্চ কারওয়ান বাজার মেট্রোস্টেশন থেকে আরেক পকেটমারকে আটক করে এমআরটি পুলিশ। পরে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

এ ঘটনায় মেট্রোস্টেশন গুলোতে নজরদারি বাড়িয়েছে কর্তৃপক্ষ। তবে অতিরিক্ত ভিড় থাকায় এসব ঘটনা ঘটেই চলছে।এ জন্য যাত্রীদেরও সতর্ক থাকতে বলা হচ্ছে।

মেট্রো রেলের দায়িত্বে থাকা এমআরটি পুলিশের ইন্সপেক্টর (অপারেশন) সুজিত কুমার গোমস্তা বলেন, ‘প্রায়ই আমরা চোরচক্রের সদস্যদের আটক করে নিকটস্থ থানায় হস্তান্তর করছি। স্টেশনে নিরাপত্তা নিশ্চিতে আমরা সজাগ আছি।’

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article