Tuesday, April 22, 2025

মেট্রোরেলের স্টাফ লাঞ্ছিতের ঘটনায় জড়িত পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

Must read

মেট্রোরেলের সচিবালয় স্টেশনে দায়িত্বে থাকা টিএমও’র সঙ্গে অসদাচরণ, দায়িত্ব অবহেলা ও শৃঙ্খলাবর্হিভূত আচরণের কারণে এমআরটি পুলিশে কর্মরত এসআই মো. মাসুদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবু আশরাফ সিদ্দিকী সই করা এক অফিস আদেশে এই নির্দেশ দেওয়া হয়।

উক্ত অফিস আদেশে বলা হয়, এমআরটি পুলিশে কর্মরত এসআই মো. মাসুদ খানকে গত ১৬ মার্চ বাংলাদেশ সচিবালয় মেট্রোরেল স্টেশনে ইনচার্জ হিসেবে দ্বিতীয় পালায় নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত করা হয়। ওইদিন তিনি দায়িত্ব পালনকালে অনুমান বিকাল ৫টায় মেট্রোরেলের দায়িত্বে থাকা টিএমও’র সঙ্গে অসদাচরণ, দায়িত্ব অবহেলা ও শৃঙ্খলাবর্হিভূত আচরণ করায় জনসম্মুখে বাংলাদেশ পুলিশ বাহিনীসহ এমআরটি পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।

এতে আরও বলা হয়, এ সংক্রান্ত্রে এসআই মো. মাসুদ খানকে পিআরবি রুলস্-৮৮০ বিধি মোতাবেক গত ১৬ মার্চ অপরাহ্ন হতে বাংলাদেশ পুলিশ বিভাগের চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। এমআরটি পুলিশ লাইনে সংযুক্ত থেকে বিভাগীয় নিয়ম শৃঙ্খলা মেনে চলবেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article