ঢাকা, ১৯ মার্চ ২০২৫:
আজ সকালে কমলাপুর স্টেশন প্রবেশের আগে খিলগাও এলাকায় একটি মালগাড়ি লাইনচুত হয়ে গেছে, যার কারণে ঢাকার সাথে ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে। এ ঘটনায় ভোগান্তির শিকার হয়েছেন অনেক যাত্রী। মালগাড়ি লাইনচুতো হওয়ার পরপরই রেলওয়ের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছেন, তবে কবে নাগাদ ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো সময়সূচী প্রকাশ করা হয়নি।