ঈদ কেন্দ্র করে এখন থেকেই বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। আগামী ২৪ মার্চ থেকে ট্রেনে ঈদযাত্রা শুরু হচ্ছে। প্রতি বছর ঈদ কেন্দ্র করে বাড়তি যাত্রীর চাপ সামাল দিতে হয় রেল কর্তৃপক্ষকে। থাকে বিনা টিকিটে ভ্রমণের বিশৃঙ্খলার আশঙ্কা। এসব বিষয় মাথায় রেখে ঈদ যাত্রা স্বাচ্ছন্দ্যময় করতে নানান উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ। রেলের সব বিভাগ সমন্বিতভাবে কাজ করে ঈদ যাত্রা নিরাপদ করতে চায়।
কমলাপুর রেলওয়ে স্টেশন সূত্র জানিয়েছে, ঈদে ঘরমুখো মানুষের নিরাপদে বাড়ি ফেরা তথা বিনা টিকিটের কোনো যাত্রী যেন ভ্রমণ করতে না পারে সেজন্য তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি স্তরেই যাত্রীদের টিকিট যাচাই করে প্রবেশ করতে দেওয়া হবে। এই তিন ধাপ পেরিয়ে যাত্রীদের প্ল্যাটফর্মে প্রবেশ করতে হবে।
এছাড়া স্টেশনের সার্বিক নিরাপত্তায় র্যাব, পুলিশ, গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর আলাদা ক্যাম্প বসানো হবে। এছাড়া স্টেশন এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য, এপিবিএন ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। এছাড়া দুর্ঘটনা এড়াতে ফায়ার সার্ভিস এবং জরুরি স্বাস্থ্য সেবা নিশ্চিতে মেডিকেল বুথ বসানো হবে।
রেলওয়ে সূত্র জানিয়েছে, সারাদেশে স্টেশনগুলোর নিরাপত্তায় রেলের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল মিলিয়ে ১ হাজার ৭০০ জন আরএনবি সদস্য দায়িত্ব পালন করবেন। শুধু ঢাকা ডিভিশনের জন্য ২০০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ট্রেনে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। প্রয়োজনে আরএনবি সদস্যদেরও মোতায়েন করা হবে।