সেলিমুর রহমান :
২৪ মার্চ থেকে রেলপথ অবরোধ ও কর্মবিরতির হুঁশিয়ারি দেন রেলওয়ে গেট কিপারেরা।বাংলাদেশ রেলওয়ে গেটকিপার ও গেটম্যানদের চাকরি স্থায়ীকরণের দাবি আদায় না হলে আসন্ন ঈদ যাত্রা দিন থেকে কর্ম বিরতির ঘোষণা দেন আন্দোলনরত কর্মচারীরা । আগামী ২৪ মার্চ থেকে একযোগে রেলপথ অবরোধ অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের হুঁশিয়ারি দেন তারা।গতকাল বুধবার (১৯ মার্চ) সকাল সাড়ে ১০ টায় রেল ভবনে বিক্ষোভ কর্মসূচি ও মানববন্ধনের আয়োজন করেন কর্মচারীরা। সেখান থেকেই হুমকি দেন তারা। মানববন্ধন থেকে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার বরাবর স্মারকলিপি দিয়েছেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীরা জানান চাকরি স্থায়ী করেন দাবিতে দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করছেন । গত বছর ১৮ আগস্টও তারা রেল ভবনের সামনে অবস্থান কমসূচি পালন করেন। বিভিন্ন সময় রাতে চাকরি স্থায়ীকরণের আশ্বাস দিলেও তা কার্যকর করা হয়নি তারই পরিপ্রেক্ষিতে তারা কঠোরই আন্দোলন কর্মসূচি ডাক দেন। ঠিক তারই ১ দিন পরে আন্দোলনকারীরা বাংলাদেশ রেলওয়ের আশ্বাসে ও আসন্ন ঈদকে সামনে রেখে যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে রেল অবরোধ ও কর্মবিরতি কর্মসূচি স্থগিত করেন। আন্দোলনরত গেইট কিপার দলের প্রধান প্রতিনিধি সোহেল মিয়া মুঠোফোনে রেল নিউজ কে জানান, ২৪ তারিখের ডাকা অবরোধ ও কর্ম বিরতি স্থগিত করেছেন তারা।তিনি বলেন,বাংলাদেশ রেলওয়ে আশ্বাসে এবং আসন্ন ঈদে ট্রেনে যাত্রীদের যাতায়াতের দুর্ভোগের কথা চিন্তা করে তারা রেল অবরোধ ও কর্ম বিরতি স্থগিত করেছেন। তারা আশাবাদী ঈদের পরে তাদের যে দীর্ঘদিনের যৌক্তিক দাবি রয়েছেন তা কর্তৃপক্ষ মেনে নেবেন। তারা বলেন করোনো এবং বিভিন্ন আন্দোলনের সময়ও কাজ করে গেছেন দেশের জন্য তারই পরিপেক্ষিতে জনগণের কথা চিন্তা করে এই ধরনের কর্মসূচি থেকে সরে এসেছেন।