Monday, April 21, 2025

ঈদযাত্রা নিরাপদ করতে রেল স্টেশন ও ট্রেনে পুলিশের বিশেষ নিরাপত্তা

Must read

ঈদযাত্রায় ঘরমুখো ট্রেন যাত্রীদের যাতায়াত নিরাপদ করতে পশ্চিম রেলে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করেছে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ।

রংপুর বিভাগের ৮ জেলার মধ্যে চলাচলরত সব ট্রেন ও রেলওয়ে স্টেশনে অপরাধ রোধে গ্রহণ করা হয়েছে এ নিরাপত্তা ব্যবস্থা।  

সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশের ৫টি থানা ও ৫টি পুলিশ ফাঁড়ির অধীনে নিরাপত্তার দায়িত্ব পালন করছে ৪০০ পুলিশ সদস্য। এসব পুলিশ সদস্যরা প্লাটফরম ও ট্রেনে অজ্ঞান পার্টি, পকেটমার, চুরি-ছিনতাই ও নাশকতাসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে কাজ করবে। এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ঈদের পরও ৪ এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে।

সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপার দপ্তর সূত্রে জানা যায়, সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশের আওতায় উত্তরের ৮টি জেলার সঙ্গে রেলপথ যুক্ত রয়েছে। জেলার মধ্যে রয়েছে রংপুর, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, ঠাকুরগাঁও ও পঞ্চগড়। এসব জেলার মধ্যে অবস্থিত প্রতিটি রেলওয়ে জংশন ও স্টেশনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সূত্রমতে, ঈদযাত্রায় অধিক যাত্রী পরিবহন করতে আন্তঃনগর, মেইল, লোকাল ও কমিউটার মিলিয়ে ২৪ ট্রেন চলাচল করবে। এর মধ্যে ঈদের তিনদিন আগে ও পরে পার্বতীপুর-জয়দেবপুর রুটে চলবে দুই জোড়া ঈদ স্পেশাল ট্রেন। এ সময় ট্রেনে যাত্রীদের ভিড়ের কারণে বিভিন্ন অপরাধী চক্রের দৌরাত্ম্য বেড়ে যায়। ফলে অপরাধ নিয়ন্ত্রণে প্লাটফরম ও ট্রেনে বিশেষ নিরাপত্তায় কাজ করবে পুলিশ।  

এছাড়াও যাত্রীদের পুলিশি সহায়তা দিতে প্রতিটি রেলওয়ে থানায় তথ্য কেন্দ্র চালু করা হয়েছে। ট্রেন ভ্রমণকারীদের সচেতন করতে যাত্রীদের মাঝে পরামর্শমূলক প্রচারপত্র বিতরণ করা হচ্ছে। নিরাপত্তায় নিয়োজিত থানা ও পুলিশ ফাঁড়িগুলো হল সৈয়দপুর, দিনাজপুর, পার্বতীপুর, লালমনিরহাট, বোনারপাড়া, কাউনিয়া, হিলি, রংপুর, পার্বতীপুর ও বালাসিঘাট। এসব থানা ও পুলিশ ফাঁড়ি নিরাপত্তার কাজে সার্বক্ষণিক নজরদারি করবে।

জানতে চাইলে, সৈয়দপুর রেলওয়ে জেলার পুলিশ সুপার ফরহাত আহমেদ জানান, রেলওয়ে জেলা পুলিশের আওতাভুক্ত ট্রেন যাত্রীদের নিরাপত্তায় মাঠপর্যায়ে পুলিশের জনবল ৯৪ ভাগ বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও রেলপথের সঙ্গে যুক্ত রংপুর বিভাগের ৮টি জেলার পুলিশ সুপারকে বার্তা দিয়ে যাত্রীদের নিরাপত্তা দেওয়ার বিষয়টি অবহিত করা হয়েছে। একই সঙ্গে যেকোনো অপতৎপরতা রোধে পুলিশ কন্ট্রোল রুম চালু করা হয়েছে। সে সঙ্গে সব রেল স্টেশনে যাত্রীদের সতর্ক করা হচ্ছে।  

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article