যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ২৭ মিনিট আটকে গেছে মেট্রোরেলের একটি ট্রেন। স্বয়ংক্রিয় সিস্টেম হওয়ায় এ সময় বাকি ট্রেনগুলো স্ব-স্ব স্থানে আটকে যায়। ফলে যাত্রাপথে ভোগান্তির শিকার হয়েছেন মেট্রোরেলের যাত্রীরা।
সোমবার (২৪ মার্চ) পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে। ডিএমটিসিএলের দায়িত্বশীল সূত্র থেকে জানা যায়, একটা ট্রেন ডিফেক্ট হয়েছে। সেই ট্রেনটিকে আগারগাঁওয়ে সাইড করা হচ্ছে। সেটার কাজ শেষ হলেই বাকি দিনগুলো চলাচল শুরু করবে। এটার জন্য হয়ত বেশি সময় লাগবে না।
আরও জানা যায়, একটি ট্রেনের ব্রেকে জটিলতা তৈরি হয়েছিল। পরে দুপুর ৩টা ৪০ মিনিট থেকে বিকাল ৪টা ৭ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। ৪টা ৮ মিনিট থেকে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে।
এদিকে ট্রেন বন্ধ থাকার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যাত্রীরা ছবিসহ একাধিক পোস্ট করেছেন। সাইরা ওয়ালি লিখেছেন, কাজী পাড়া থেকে মিরপুর ১০, হঠাৎ হার্ড ব্রেক করে মাঝপথে দাঁড়িয়ে গেল মেট্রো। সময় ৩টা ৩২। এখন ১০ নম্বর স্টেশনে দাঁড়ায় আছে। প্রবলেমটা কী, কেউ জানেন?