Sunday, April 20, 2025

রেলওয়ে টিকেট কালোবাজারী চক্রের মূলহোতাসহ ৮ জন গ্রেপ্তার

Must read

রাজধানীর বিমানবন্দর ও কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে রেলওয়ে টিকেট কালোবাজারী চক্রের মূলহোতাসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১।

র‍্যাব-১ এর উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ জাকিউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-১ এর একটি দল বিমানবন্দর স্টেশনে ফাঁদ পাতে। অভিযানে প্রথমে উত্তম চন্দ্র দাস (৩৪) নামের একজনকে অনলাইন টিকেটের প্রিন্টেড কপিসহ আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী আরও সাতজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা বাকিরা হলেন—হাবীব আহমেদ (২৬), মো. ফারুক (৫৫), মো. জুবায়ের (২৯), সোহেল রানা (২১), আবদুল্লাহ আল মুমিন (৩০), প্রকাশ চন্দ্র রায় (৩৪) ও কামরুজ্জামান (৩৫)।

র‍্যাব জানায়, উত্তম চন্দ্র দাস প্রতি বছর ঈদ মৌসুমে ৫০০ থেকে ৭০০ রেল টিকেট কালোবাজারীর মাধ্যমে বিক্রি করতেন। এভাবে প্রতি মৌসুমে তার আয় হতো প্রায় ৩ থেকে ৪ লাখ টাকা। তার বিরুদ্ধে আগেও চারটি মামলা রয়েছে।

র‍্যাবের অভিযানে গ্রেপ্তারকৃতদের মোবাইল ফোন পরীক্ষা করে দেখা গেছে, তারা প্রত্যেকেই টিকেট কালোবাজারীর সঙ্গে সরাসরি জড়িত। অভিযানে তাদের কাছ থেকে ১২টি মোবাইল ফোন ও তিন লাখের বেশি নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে র‍্যাব।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article