Sunday, April 20, 2025

চীনের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী রেল উপদেষ্টা যে কারনে ভাইরাল

Must read

প্রধান উপদেষ্টার সাথে চীন সফরে যাওয়া এই উপদেষ্টার নাম ফাওজুল কবির খান। সরকারের সবচেয়ে বেশি বাজেটের ৫টা মন্ত্রণালয় তার অধীনে। সড়ক পরিবহন, সেতু বিভাগ, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ ও রেল। আগে এসব জায়গার মন্ত্রীদের লাইফস্টাইল সবার মুখস্থ। তবে এই লোকটার অবস্থা দেখে আমার বেশ ভাল লাগছে। পুরাতন একটা জামা পুরাতন গ্যাবাডিং প্যান্ট আর কেডসটার বয়স দেখেই বোঝা যাচ্ছে যে বাম পায়ের জুতার ছৌল একপাশে ঢেবে আছে। নিজের হ্যান্ড ব্যাগ কাধেই ক্যারি করছেন সরকারের ৫টা বিভাগের প্রধান।

আরেকজন কথাও বলা উচিত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টাকে এই একটা ব্লেজার পরে কতোগুলো ইন্টারভিউতে যে দেখছি, তা অসংখ্য। আমার কাছে এমন সাধারণ জীবন যাপন বড্ড আনন্দের।
সড়ক পরিবহন মন্ত্রী একজন ছিলেন যার ঘড়ির দাম ছিল ২৮ লাখ, ১২ লাখ, নয় লাখ । তা নিয়ে খবরও বের হয়েছিল।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article