ঢাকা, ২৭ মার্চ ২০২৫: ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের মূলহোতা সহ ৬ জনকে গ্রেফতার করেছে র্যাব-৩। উদ্ধার করা হয়েছে দেশের বিভিন্ন গন্তব্যের ৩১৪টি আসনের ৮২টি ট্রেন টিকিট এবং বিপুল পরিমাণ মোবাইল সিম।
র্যাব-৩ জানায়, তাদের একটি বিশেষ অভিযান চলাকালে কালোবাজারি চক্রের মূলহোতা সহ অন্যান্য সদস্যদের আটক করা হয়। চক্রটি দীর্ঘদিন ধরে ট্রেনের টিকিট ব্ল্যাক মার্কেটে বিক্রি করে আসছিল। উদ্ধার হওয়া টিকিটগুলো দেশের বিভিন্ন শহরের জন্য নির্ধারিত ছিল, এবং এর মধ্যে বেশ কিছু টিকিট উচ্চমূল্যে বিক্রি করা হয়েছিল।
এছাড়া, গ্রেফতারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ মোবাইল সিমও উদ্ধার করা হয়েছে, যা সম্ভবত টিকিট বিক্রির যোগাযোগের জন্য ব্যবহার করা হচ্ছিল। এই চক্রটি সিম কার্ডের মাধ্যমে টিকিটের অর্ডার গ্রহণ এবং সেগুলো পরবর্তী সময়ে কালোবাজারে বিক্রি করত।
র্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে আদালতে পাঠানো হবে। র্যাব-৩ আরও জানায়, এই ধরনের চক্রগুলোর বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে, যাতে সাধারণ মানুষ প্রতারণার শিকার না হয়।
এছাড়া, র্যাব সাধারণ যাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছে যে, ট্রেনের টিকিট শুধুমাত্র নির্ধারিত ও অনুমোদিত বিক্রয় কেন্দ্র বা অনলাইনে কেনা উচিত, যাতে তারা প্রতারণার শিকার না হন।