Saturday, April 19, 2025

ট্রেনে নারী যাত্রীকে উত্ত্যক্ত, প্রতিবাদ করায় ৪ ছাত্রদলকর্মীকে ছুরিকাঘাত

Must read

বগুড়ায় ট্রেনে নারী যাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছাত্রদলের চার কর্মীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। শনিবার (৫ এপ্রিল) রাতে বগুড়া রেলস্টেশনের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ১৫ জনকে আসামি করে সদর থানায় মামলা করা হয়েছে। 

আহতরা হলেন, বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকার ফারুকের ছেলে যোবায়ের (২৩), মিজানুর রহমানের ছেলে পিয়াল (২০), আব্দুস সালামের ছেলে নাঈম (১৮) এবং মৃত শাহিনুরের ছেলে তানভীর (২০)। তারা বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আহত যোবায়েরের বাবা ফারুক হোসেন বলেন, ‘সোনাতলা থেকে পিয়াল আর রিফাত পদ্মরাগ ট্রেনে আসছিলেন । সেই বগিতে সেউজগাড়ীর ইমন, মঈন, মুন্নাসহ চার যুবক একটি ব্যাগ রাখেন। সেই ব্যাগ দুই নারীর ওপর পড়ে গেলে পিয়াল আর রিফাত ব্যাগ সরিয়ে রাখতে বলেন। এ সময় ইমনরা ওই মেয়েদের উত্ত্যক্ত করেন এবং পিয়াল ফারুককে স্টেশনে দেখে নেয়ার হুমকি দেন। এ ঘটনা যোবায়েরকে ফোন করে বিস্তারিত জানান পিয়াল। পরে যোবায়ের স্টেশনে পিয়াল আর রিফাতকে নিতে যান। ট্রেন থেকে নামতেই সংঘবদ্ধ হয়ে বখাটেরা মুখোশ পরে লাঠি, রড ও ধারালো অস্ত্র নিয়ে যোবায়েরদের ওপর অতর্কিত হামলা চালান।’

বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান বলেন, ‘আহতরা সবাই ছাত্রদলের সক্রিয় কর্মী। যারাই এ ঘটনা ঘটিয়েছেন তাদের শাস্তি দাবি করছি।’

এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দীন বলেন, ‘ছুরিকাঘাতের ঘটনায় রাতেই মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।’

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article