Tuesday, April 8, 2025

ট্রেনে জীবনের ঝুঁকি নিয়ে ফিরছেন কর্মজীবীরা

Must read

পরিবারের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে গন্তব্যে ফিরছেন কর্মজীবী মানুষ। সরকারি-বেসরকারি সব অফিসের ছুটি শেষ। সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত অফিস খোলার দিনও ঢাকামুখী কর্মজীবী মানুষের জনস্রোত লক্ষ্য করা গেছে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে। এ সময় ট্রেনের ভেতরে ঠাঁই না পেয়ে ছাদে চড়ে জীবনের ঝুঁকি নিয়ে ঢাকায় ফিরতে দেখা গেছে হাজারো যাত্রীকে।

রোববার (৬ এপ্রিল) বিকেলে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন এলাকায় দেখা গেছে ঢাকামুখী কর্মজীবীদের জনস্রোত।

এ সময় জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে অবস্থান নেওয়া যাত্রীদের বার বার সতর্ক করতে দেখা গেছে রেলওয়ে পুলিশ (জিআরপি) ও নিরাপত্তা কর্মীদের; কিন্তু জীবনের তাগিদে প্রশাসনের এই সতর্ক বার্তায় সাড়া না দিয়ে কয়েক হাজার যাত্রী ঢাকার পথে ছুটতে দেখা গেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ময়মনসিংহের লোকাল ট্রেনগুলোতে ঢাকামুখী যাত্রীদের জনস্রোত ছিল বেসামাল।

সংশ্লিষ্টরা জানান, ছুটি বেশি হওয়ায় তুলনামূলকভাবে বেশি মানুষ ঢাকা ছেড়েছেন। এমনকি এবারের ঈদের যাত্রা তুলনামূলক স্বাচ্ছন্দ্যপূর্ণ হওয়ায় ভোগান্তি ছাড়াই যাতায়াত করতে পেরেছেন ঘরমুখো মানুষ। ঈদের লম্বা ছুটি শেষে রোববার থেকে শুরু হয়েছে সরকারি-বেসরকারিসহ সব ধরনের প্রতিষ্ঠানের কর্মযজ্ঞ। তবে এবারের ঈদযাত্রা তুলনামূলক ছিল মসৃণ। সড়কপথে বাসে বাড়তি ভাড়া নেওয়ার কারণে ট্রেনপথে ভিড় বেড়েছে নিম্ন ও মধ্যবিত্ত কর্মজীবীদের। তারা অল্প খরচে ঢাকায় ফিরতে ভরসা রেখেছেন ট্রেন যাত্রায়।

ময়মনসিংহ সদর উপজেলার চোখরাই এলাকার বাসিন্দা দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের যাত্রী ইমরান হাসান বলেন, আমি বেসরকারি কোম্পানিতে চাকরি করি। টিকিট কিছুদিন আগে কেটেছি। প্ল্যাটফর্মে যে যাত্রী দেখছি, ট্রেনে উঠতে পারব কি না, জানি না।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article