.চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাত নামা ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আজ দুপুরে চকরিয়া উপজেলার ডুলাহাজারা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন সিপু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি স্থানীয় লোকজনের সহযোগিতায় লোকটিকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে ভর্তি করেন। সেখানে আহত এ ব্যক্তির চিকিৎসা চলমান রয়েছে। তাৎক্ষণিক ঘটনার বিস্তারিত বর্ননা ও আহতের পরিচয় জানা যায় নি।