Saturday, April 19, 2025

চলন্ত ট্রেন থেকে বৃদ্ধকে বাঁচালেন রেলওয়ে পুলিস, দেখুন

রেলওয়ে পুলিসের জন্য প্রাণ বাঁচল বৃদ্ধের,সেই Video নিজের ওয়ালেও শেয়ার করলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল ( Piyush Goyal )।

Must read

রেলওয়ে পুলিসের জন্য  প্রাণ বাঁচল বৃদ্ধের,সেই Video নিজের ওয়ালেও শেয়ার করলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল ( Piyush Goyal )। 

ভিডিওটিতে একজন বৃদ্ধ যাত্রীকে চলন্ত ট্রেনে ঝুলন্ত অবস্থায় দেখা গিয়েছে, তিনি ট্রেনের জানলা ধরে নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করছিলেন সঙ্গে যাতে ট্রেনের চাকায় নিজে আটকে না যায় সে চেষ্টাও করছিলেন। ট্রেন চলাকালীন রেললাইন আর প্ল্যাটফর্মের মাঝখানের গর্তে পড়ে যাচ্ছিলেন ঐ বৃদ্ধ যাত্রী। সেইসময় পরের স্টেশনের দিকে একজন রেল পুলিস যাচ্ছিলেন, তিনি সেই দৃশ্য দেখেই তাঁকে বাঁচাতে তাড়াতাড়ি  ছুটে আসেন। বৃদ্ধের জামা টেনে তাঁকে প্ল্যাটফর্মে নামিয়ে তাঁর প্রাণ বাঁচান রেল পুলিস। 
ঘটনাটি ঘটে রাজস্থানের ( Rajasthan ) সওয়াই মাধোপুর  রেলস্টেশনে ( Sawai Madhopur Station)।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article