Tuesday, April 8, 2025

ফিলিস্তিনিদের উপর গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগ, সিআরবি শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত!

Must read

নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজলীগ, সিআরবি শাখার উদ্যেগে আজ ৭ এপ্রিল (সোমবার) বাদ জোহর নিরীহ ফিলিস্তিনিদের উপর গনহত্যার প্রতিবাদে “সিআরবি কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে আমানুল ইসলাম সিআরবি শাখার সভাপতিত্বে এবং আখতারুজ্জামান শাখা সেক্রেটারির সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজলীগের কেন্দ্রীয় সেক্রেটারি জনাব মনিরুল ইসলাম মজুমদার। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন সিআরবি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা জুবায়ের আহম্মেদ কাসেমী। এছাড়াও সিআরবি শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা মানবতার দুশমন ইসরাইলি বাহিনীর পাশবিক হামলায় গাজায় নিরীহ ফিলিস্তিনি শহীদদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং ইসরাইলের গনহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অতিথিবৃন্দরা বলেন, এদিকে ১৯ জানুয়ারি যুদ্ধ বিরতি কার্যকর করার পর থেকেই ইসরাইল অব্যাহতভাবে গাজায় একের পর এক ছোট-খাটো হামলা চালিয়ে যুদ্ধ বিরতি লঙ্ঘন করে আসছে। গত ১৮ মার্চের হামলাটি ছিল যুদ্ধ বিরতির পর সব চাইতে বড় ধরনের হামলা। জালিম ইসরাইলি বাহিনীর এক দিনের এই বর্বর হামলায় নারী-শিশুসহ চার শতাধিক লোক নিহত হয়েছেন। ইসরাইলি প্রধানমন্ত্রী পুনরায় যুদ্ধ শুরু করার ঘোষণা দিয়ে এ হামলা চালিয়েছে। এ হামলার মাধ্যমে ইসরাইলিদের যুদ্ধবাজ জঙ্গি মনোভাবই আবার অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হলো।ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরায়েলি বাহিনীর উপর্যুপরি বিমান হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে ঘোষিত মানববন্ধন কর্মসূচি শান্তিপূর্ণ ও সর্বাত্মকভাবে সফল করার পাশাপাশি ইসরায়েলের সকল পণ্য বর্জনের আহ্বান জানান।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article