Saturday, April 19, 2025

জানা গেলো সেই বৃদ্ধের ট্রেনের নিচে ঝাঁপ দেওয়ার কারণ

Must read

নিজস্ব সংবাদদাতা :

জানা গেলো সেই বৃদ্ধের ট্রেনের নিচে ঝাঁপ দেওয়ার কারণ
রাজশাহীর বাঘায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক বৃদ্ধ। সোমবার (১৪ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে আড়ানী রেলস্টেশনে এ ঘটনা ঘটে। এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আত্মহত্যার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ওই বৃদ্ধার নাম রুহুল আমিন (৬০)। তিনি বাউসা ইউনিয়নের মাঝপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, রুহুল আমিন ঋণ করে সেই টাকা শোধ দিতে না পেরে এই আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার সকাল থেকে আড়ানী রেলস্টেশনে অবস্থান করছিলেন রুহুল আমিন। বিকেলে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেন আসার ঘোষণা দেন স্টেশন মাস্টার। ট্রেন আসছে শুনে তিনি পূর্বপ্রান্তে অবস্থান নেন। ট্রেনের ইঞ্জিন প্লাটফর্মে পৌঁছার সঙ্গে সঙ্গে নিচে ঝাঁপ দেন। এতে দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি।

ওসি আরও বলেন, পারিবারিকভাবে জানতে পেরেছি তিনি এনজিও থেকে ২ থেকে ৩ লাখ টাকা লোন করে এবার পেঁয়াজ চাষ করেন। তবে কোনো কারণে সেই পেঁয়াজ হয়নি। এরপর থেকেই তিনি টেনশনে ছিলেন। গত এক মাস তিনি কারো সঙ্গে কথাও বলতেন না। একাই বাজারে বসে থাকতেন। তিনি শারীরকভাবেও অসুস্থ ছিলেন। ধারণা করা হচ্ছে ঋণের চাপেই তিনি আত্মহত্যা করেছেন। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মরদেহও পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article