জয়দেবপুরে রেল লাইনের পাশে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা, ঝুঁকিতে রেল লাইন
সেলিমুর রহমান :
গাজীপুর জেলার জয়দেবপুর সেকশনে রেল লাইনের দুই পাশে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। ঝুঁকিতে রয়েছে রেল লাইন। ৩৭৩.০ থেকে ৩৭৩.৩ কিলোমিটার পর্যন্ত অবৈধভাবে রেলের ভূমি দখল করে ঘর দোকান সহ বিভিন্ন স্থাপনা তৈরি করা হয়েছে। যা রেল লাইনের জন্য খুবই বিপদজনক। রেল লাইনের এত কাছে স্থাপনা গুলা তৈরি হয়েছে যা যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। গত বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫ তারিখ সংশ্লিষ্ট এলাকায় রেলওয়ে থেকে উচ্ছেদ ও অভিযানের বিষয়ে জনসাধারণের জন্য মাইকিং করা হয় এবং ৩ দিনের মধ্যে অত্র এলাকার অবৈধভাবে দখলকৃত জমি ছেড়ে যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে ও রবিবার ১৩ এপ্রিল পর্যন্ত সময় নির্ধারণ করে দেয়া হয়েছে। কিন্তু সরজমিনে গিয়ে দেখা যায় সেখানে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ভূমি দখলের জায়গার দুই পাশে দুইটা লেভেল ক্রসিং গেট আছে অবৈধ স্থাপনা তৈরির কারণে গেইট খুবই হুমকির মুখে পড়েছেন। নাম প্রকাশের অনিচ্ছুক রেলওয়ে একজন গেইট কিপার জানান, অবৈধভাবে স্থাপনা তৈরি কারণে ঝুঁকিতে রয়েছে লেভেল ক্রসিং গেইট যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সে জানান অবৈধ দখলের সাথে জড়িয়ে আছেন একজন কিম্যান ও একজন হ্যামারম্যান এবং একজন গেইট কিপার তাদের সহযোগিতায় চলছে অবৈধ স্থাপনার কাজের পরিচালনা।
এ বিষয়ে জয়দেবপুর সেকশনের পিডাবলু জনাব, মাজেদুল ইসলাম রেল নিউজকে জানান,এলাকাবাসী ও বিভিন্ন মাধ্যম কিছু সংখ্যক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করেছেন অভিযোগটি মন্ত্রণালয় পাঠানো হয়েছে তিনি আশাবাদী অতি দ্রুত ব্যবস্থা কখন করা হবে।