মেট্রোরেলের প্রথম কোচ ঢাকায়

0
653

মেট্রোরেলের ছয়টি কোচ বহনকারী জাহাজ উত্তরার দিয়াবাড়ীর ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের জেটিতে পৌঁছায় বুধবার। গত ৪ মার্চ জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি কনসোর্টিয়াম কোম্পানি লিমিটেডের তৈরি ছয়টি কোচ নিয়ে বাংলাদেশের উদ্দেশে “এসপিএম ব্যাংকক” নামের পণ্যবাহী একটি জাহাজ জাপানের কোবে বন্দর ছাড়ে।

বুধবার (২১ এপ্রিল) দুপুর ৩টার দিকে মেট্রোরেলের ছয়টি কোচ বহনকারী জাহাজ তুরাগ নদী হয়ে উত্তরার দিয়াবাড়ীর ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জেটিতে পৌঁছায়। এর আগে গত ৩১ মার্চ এসপিএম ব্যাংকক মোংলা বন্দরে এসে পৌঁছায়।

ডিএমটিসিএলের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছে, কোচগুলো ২৩ এপ্রিল উত্তরার মেট্রোরেল ডিপোতে নিয়ে যাওয়া হবে। প্রকল্পের বিবরণ অনুসারে, আনুষ্ঠানিক কার্যক্রমের আগে ম্যাস র্যা পিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬ এর পরীক্ষা করা হবে। ইন্টিগ্রেটেড টেস্টের পরে ট্রেনগুলোর ট্রায়াল রানও করা হবে।

আগে মেট্রোরেল রুটের আসল দৈর্ঘ্য মতিঝিল থেকে ২০.১ কিলোমিটার ছিল। তবে বর্তমানে মলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত ১.১৬ কিলোমিটার বাড়ানো হয়েছে। এর ফলে স্টেশনের সংখ্যাও বেড়ে ১৬টি হয়েছে।

স্টেশনগুলো উত্তরা (উত্তর), উত্তরা (কেন্দ্র), উত্তরা (দক্ষিণ), পল্লবী, মিরপুর ১১, মিরপুর ১০, কাজিপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয় এবং মতিঝিলে অবস্থিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here