Sunday, April 20, 2025

বিনামূল্যে বুলেট ট্রেন দিচ্ছে জাপান

Must read

রেল নিউজ ডেক্স :

জাপান থেকেই ভারতের জন্য আসছে সবচেয়ে গতিময় ‘শিনকানসেন’ কোম্পানির বুলেট ট্রেন। বিশ্বের সব থেকে দ্রুতগতির ট্রেন ‘শিনকানসেন’। সব ঠিক থাকলে ২০২৭ সালে ভারতের রেল ট্র্যাকে ছুটবে সেই ট্রেন।

সম্প্রতি জাপান ঘোষণা করেছে যে, ভারতকে ই-৫ ও ই-৩ সিরিজের ‘শিনকানসেন’ ট্রেন উপহার হিসেবে দেওয়া হবে। জাপানের সংবাদমাধ্যমে এই রিপোর্ট প্রকাশিত হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

বুলেট ট্রেন চালানোর জন্য মুম্বই-আমেদাবাদ রেল করিডর তৈরি করার কাজ চলছে। সেই করিডরে পরীক্ষা করার জন্যই ওই দুটি ট্রেন দিচ্ছে জাপান। ২০২৬-এর শুরুর দিকেই ভারতে পৌঁছে যাবে সেই ট্রেন।

তবে ‘শিনকানসেন’ মডেলের আধুনিকতর ট্রেন হল ই-১০ সিরিজের। সেটি ২০৩০-এ চালু হওয়ার কথা। তবে সেই ট্রেন প্রস্তুত করার ক্ষেত্রে ই-৫ ও ই-৩ সিরিজের ট্রেন দুটি খুবই গুরুত্বপূর্ণ। ২০২৭-এ আংশিকভাবে চালু হতে পারে এই লাইন।

উল্লেখ্য, ইস্ট জাপান রেলওয়ের তৈরি ই-৫ সিরিজের ট্রেনও যথেষ্ট আধুনিক। এই ট্রেনের গতি হতে পারে সর্বোচ্চ ৩২০ কিলোমিটার প্রতি ঘণ্টা। ভারতের প্রথম বুলেট ট্রেন প্রজেক্টের জন্য এই ট্রেনকেই বেছে নেওয়া হয়েছে। তবে ই-১০ সিরিজের ট্রেনের গতি আরও বেশি। এটি আলফা-এক্স নামেও পরিচিত। এর গতি ছুঁতে পারে ৪০০ কিমি প্রতি ঘণ্টা।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article