নিজস্ব সংবাদদাতা :
ঢাকা হতে ছেড়ে আসা সিলেট অভিমুখী আন্ত:নগর পারাবত এক্সপ্রেস (৭০৯)আপ ট্রেনটি দুপুর ২টায় সিলেট স্টেশনে পৌছার পর পুনরায় সিলেট থেকে (৭১০)ডাউন হয়ে বিকেল ৪ ঘটিকায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলেও ছেড়ে যেতে পারে নাই। সিলেট লোকোসেডে ইন্জিন নং ২৯৩৬ যান্রিক ত্রুটি দেখা দিলে নির্ধারিত সময়ে ট্রেনটি ছেড়ে যেতে পারে নাই। এতে স্টেশনে অপেক্ষামান যাত্রিরা পড়েছে বিড়ম্বনায়!
রেলওয়ে পক্ষ হতে ঘোষনা করা হয়েছে,কাজ চলমান,ট্রেন ছেড়ে যেতে কিছুটা বিলম্ব হবে। আনুমানিক বিকেল ৫টা ৫০ মিনিটের মধ্যে ট্রেনটি ঢাকার উদ্দশ্যে সিলেট হতে ছেড়ে যেতে পারে।