স্টাফ রিপোর্টার :
সিলেট অভিমুখী আন্ত:নগর পাহাড়িকা এক্সপ্রেস (৭১৯)আপ ট্রেনটি সকাল৭টা৫০ মিনিট চট্রগ্রাম হতে সিলেটের উদ্দ্যোশে ছেড়ে যাওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে ট্রেনটি ছেড়ে যেতে পারেনি। এতে বেড়েছে যাত্রী বিড়ম্বনা। রেলওয়ে সূত্রে জানা যায়, নির্ধারিত সময়ে ট্রেনটি ছাড়ার উদ্দেশ্যে সকাল ৭টা ৩০ মিনিটে ২৯২৬ লোকো ইন্জিন সংযোজন হয়। পরবর্তী ইন্জিনের এয়ার ভ্যাকুয়াম ত্রুটি দেখা দিলে রেক হতে লোকো সংযোজন বিচ্ছিন্ন করে সকাল ৮টা ৫৩ মিনিটে ২৬১৪ লোকো সংযোজন হয়ে সকাল ৯টা ৮ মিনিটে সিলেটের উদ্দেশ্যে চট্রগ্রাম ছেড়ে যায়। ট্রেনটি প্রায় ১ঘন্টা ১৮ মিনিট বিলম্বে চলাচল করছে।