Monday, April 21, 2025

রেল স্টেশনে নারীকে উত্ত্যক্ত, প্রতিবাদ করায় স্বামীকে মারধর

Must read

পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনে স্ত্রীকে বাজে ইঙ্গিত এবং অশালীন মন্তব্যের প্রতিবাদ করায় হামলার শিকার হয়েছেন স্বামীসহ তিনজন। আজ রোববার স্টেশনে বেড়াতে গিয়ে হামলার শিকার হন তারা। এ সময় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

হামলায় চুন্নু আলম, তাঁর স্ত্রী সাদিয়া পারভিন মালা ও তাদের বন্ধু সোলেমান ইসলাম সাগরের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযোগ ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা থেকে জানা যায়, শহরের ফতেমোহাম্মদপুর এলাকার চুন্নু আলম স্ত্রী সাদিয়াকে সঙ্গে নিয়ে বাইপাস স্টেশনে বেড়াতে যান। তারা সেখানকার বিভিন্ন দৃশ্যের ছবি তুলছিলেন। এ সময় সিহাব হোসেন ও সোহান আলী নামের দুই তরুণ তাঁর স্ত্রীকে উদ্দেশ করে অশালীন ভাষায় বাজে ইঙ্গিত করে।

চুন্নু স্ত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ জানালে দু’জনসহ সঙ্গে থাকা রমজান আলী, মতিউর রহমান, পাঁচু মিয়াসহ কয়েকজন তাঁর ওপর চড়াও হয়। কথাকাটাকাটির একপর্যায়ে তাঁকে পিটিয়ে সেখানে ফেলে দেয়। খবর পেয়ে বন্ধু সাগর তাঁকে উদ্ধার করতে এলে তাঁকেও মারধর করে। স্থানীয় লোকজন তাৎক্ষণিক এর প্রতিবাদ জানান।

আহত চুন্নু বলেন, ‘আমি স্ত্রীকে বাইপাস স্টেশনের গ্রামীণ পরিবেশ ও সৌন্দর্য দেখাতে নিয়ে গিয়েছিলাম। সেখানে বখাটেরা তাঁকে ইভটিজিং করলে আমি প্রতিবাদ করি। এতে তারা আমাদের ওপর হামলা চালায়। এতে নেতৃত্ব দেয় সিহাব ও সোহান।’

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকার প্রভাবশালী মতিউর রহমান ওরফে মতি মেম্বারের ছেলে সিহাব। তিনি বাবার দাপটে এলাকায় বখাটে আচরণ করলেও ভয়ে কেউ তাকে কিছু বলে না। এ বিষয়ে চেষ্টা করেও সিহাব ও সোহানের বক্তব্য জানা সম্ভব হয়নি।

সিহাবের বাবা মতিউর রহমান বলেন, এ ঘটনা সম্পর্কে তিনি কিছু জানেন না।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহিদ বলেন, বাইপাস স্টেশনের ঘটনাটি লোকমুখে শুনেছেন। থানায় দেওয়া অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article