Thursday, April 24, 2025

ছাত্র প্রতিনিধিদের চাঁদা সংক্রান্ত ফোনালাপ:ঢাকার কমান্ড্যান্টের বক্তব্যে, চট্টগ্রাম কমান্ড্যান্ট এর প্রতিবাদ

Must read

রেলনিউজ ডেস্ক,
গত ২২ এপ্রিল ঢাকার রেলওয়ে নিরাপত্তাবাহিনীর কমান্ড্যান্ট মোহাম্মদ শফিকুল ইসলাম এর কাছে চাদা দাবী করে রেলপথ মন্ত্রনালয়ের দুই ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান এবং রেজাউল করীম।
তাদের তিনজনের কথোপকথনের একটি কল রেকর্ড রেল নিউজ প্রকাশ করে। ওই কথপোকথনে শোনা যায় ঢাকার কমান্ড্যান্ট চট্রগ্রামের কমান্ড্যান্ট সম্পর্কে বলেন,
“আমি তো বলছি শহীদুল্লাহ শহীদ যেহেতু বলছে তার কাছ থেকে দশ লাখ টাকা নিয়া নেন। এই গাদ্দারের সাথে তো গাদ্দারি করতে সমস্যা নাই। করলে করবেন কাজ। না করলে না করবেন। সে মাত্র গেছে…। এখন আবার যদি সে মনে করে ৬ মাসের মধ্যেই তার ফিরতে হবে।“
এছাড়াও, ঢাকার কমান্ড্যান্ট মোহাম্মদ শফিকুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি রেল নিউজকে বলেন, কমলাপুর রেস্ট হাউজে ডেকে আমাকে ডেকে ৫ লক্ষ টাকা চেয়েছিলো ছাত্র প্রতিনিধি রেজাউল। আমাকে বলেছিলো উপদেষ্টাকে আমরা যা বলি, উপদেষ্টা তাই শোনে। চট্রগ্রামে উপদেষ্টা যখন গিয়েছিলো তখন কমান্ড্যান্ট শহীদুল্লাহ শহীদ ঢাকায় আসার জন্য আমাদের কাছে ১০ লক্ষ টাকা অফার করেছে। আপনি ৫ লক্ষ টাকা দিলে আপনাকে ঢাকাতে রাখবো। না হয় শহীদুল্লাহকে নিয়ে আসবো।
উপরের বক্তব্যে চট্রগ্রামের কমান্ড্যান্টকে জড়ানোর বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়েছেন। তিনি এই আংশিক অংশের প্রতিবাদ জানিয়ে বলেন, আমার নাম, পদবী ব্যবহার করে দশ লক্ষ টাকার বিনিময়ে বদলি সংক্রান্ত বিষয়ে যে বক্তব্য প্রদান করা হয়েছে তা সম্পূর্ণ মান হানিকর। এটি ব্যক্তির (কমান্ড্যান্ট মোহাম্মদ শফিকুল ইসলাম) প্রমানহীন মনগড়া ও স্বপ্রনোদিত বক্তব্য।
রেল নিউজের বক্তব্যঃ
রেল নিউজ ফোনালাপের পুরো বিষয়টি জাতির সামনে তুলে ধরেছে। প্রতিবেদনে রেল নিউজের নিজস্ব কোন বক্তব্য ছিলো না। এবং রেল নিউজ কখনোই তার নিজের বক্তব্য প্রচার করে না। তবে চট্রগ্রামের কমান্ড্যান্ট এর সাথে ছাত্রপ্রতিনিধিদের ১০ লক্ষ টাকার আশ্বাসের বিষয়টি শুধুমাত্র কথপোকথনেই ছিলো । এ ব্যাপারে আমাদের কাছে কোন স্বাক্ষী প্রমান নেই। সংবাদের স্বার্থে পুরো বিষয়ট আমরা তুলে ধরেছি। কথপোকথনে এক পক্ষ (ঢাকার কমান্ড্যান্ট) চট্রগ্রামের কমান্ড্যান্ট শহীদুল্লাহ শহীদ কে নিয়ে কথা বললে অপর পক্ষ (ছাত্র প্রতিনিধি) চুপ থাকে। ছাত্র প্রতিনিধিরা কমান্ড্যান্ট শহীদুল্লাহ শহীদ এর নামে ভুয়া গল্প সাজিয়ে ঢাকার কমান্ড্যান্ট মোহাম্মদ শফিকুল ইসলামের কাছ থেকে চাঁদা আদায়ের পায়তারা করতে পারে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article