স্টাফ রিপোর্টার :
২৫ এপ্রিল শায়েস্থাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই (নিরস্ত্র) সাজেদুল ইসলাম সোহাগ ও সঙ্গীয় ফোর্স কং/৩৪৩ রবি দাস ও কং/২০৭ মোঃ শরীফুল হক শেখ সহ নোয়াপাড়া রেলওয়ে স্টেশন ও আশপাশ এলাকায় মাদক বিরোধী অভিযান ডিউটি করাকালীন রাত ৮:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের ১নং প্ল্যাটফর্মের দক্ষিণ পার্শ্বে প্ল্যাটফর্ম হতে আনুমানিক ২৫ গজ পূর্ব পাশে শাহজাহান মিয়ার বাড়িতে ১। রিয়া বেগম (২৪) ও মোছাঃ পান্না আক্তার (১৮) কে আটক করা হয়। তল্লাশী কালে আসামী মোছাঃ রিয়া বেগম (২৪) এর হাতে থাকা কালো রংয়ের প্যাকেটের মধ্যে রক্ষিত ৬৫ (পয়ষট্টি) পিছ হালকা গোলাপী রঙ্গের মাদকদ্রব্য কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।