Tuesday, April 29, 2025

ট্রেন চালুর আশ্বাস, ৩৮ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার

Must read

বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের দাবিতে লালমনিরহাটের হাতীবান্ধায় চলমান মহাসড়ক অবরোধ প্রায় ৩৮ ঘণ্টা পর লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহবুবুর রহমানের আশ্বাসে প্রত্যাহার করেছেন অবরোধকারীরা।সোমবার (২৮ এপ্রিল) রাতে জেলা প্রশাসন ও রেল বিভাগের সঙ্গে হাতীবান্ধা ডাকবাংলোয় অনুষ্ঠিত এক বৈঠকের পর অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেয় অবরোধকারীরা। তবে পাটগ্রামে রেলপথ ও মহাসড়ক অবরোধ প্রত্যাহারের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।‘আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস বাস্তবায়ন পরিষদের’ নেতাদের সঙ্গে আলোচনা করতে সোমবার রাতে হাতীবান্ধায় আসেন লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহবুবুর রহমান, লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের প্রকৌশলী নাজিম কায়সার, হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম মিঞা। বৈঠকে আন্দোলনকারীদের পক্ষে অংশ নেন ‘আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস বাস্তবায়ন পরিষদের’ সমন্বয়ক সাহেদুজ্জামান কোয়েল, ফারুক হোসেন নিশাদ, আসাদুজ্জামান সাজু, শামসুল আলম বুলেট ও ফিরোজ হোসেন প্রমুখ।লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহবুবুর রহমান বলেন, খুব দ্রুত লালমনিরহাট জেলা প্রশাসক ও রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ট্রেন চালু করা হবে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article