Friday, May 2, 2025

জাপানে সাপের কারণে ব্যস্ততম বুলেট ট্রেন চলাচলে ব্যাঘাত

Must read

ইন্টারন্যাশনাল ডেক্স :

বিদ্যুৎ লাইনে সাপ জড়িয়ে পড়ায় বিদ্যুৎবিভ্রাট ঘটলে বুধবার জাপানের অন্যতম ব্যস্ত বুলেট ট্রেন লাইনগুলোর একটি থেমে যায়। টোকাইডো শিনকানসেন লাইনে টোকিও ও ওসাকার মধ্যে চলাচল করা ট্রেনগুলোর কার্যক্রম স্থানীয় সময় বিকেল ৫টা ২৫ মিনিট থেকে স্থগিত হয়ে যায়। পরে সন্ধ্যা ৭টার দিকে ট্রেন চলাচল ফের শুরু হয়। ট্রেন অপারেটর সেন্ট্রাল জাপান রেলওয়ে কম্পানির বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

জাপানে বর্তমানে গোল্ডেন উইক পালিত হচ্ছে। এটি সবচেয়ে ব্যস্ত ছুটির মৌসুম, যাতে সাত দিনের মধ্যে চারটি জাতীয় ছুটি থাকে। এই সময় ট্রেন, বিমানবন্দর ও পর্যটনকেন্দ্রগুলো সর্বোচ্চ চাপের মুখে পড়ে। এ ছাড়া চলতি বছর ওসাকা শহরে অনুষ্ঠিত হচ্ছে ওয়ার্ল্ড এক্সপো, যা অক্টোবর পর্যন্ত চলবে এবং এতে দেশি-বিদেশি মিলিয়ে লাখো দর্শনার্থী যাবে।

জাপানের সংবাদ সংস্থা কিয়োডো নিউজ জানিয়েছে, সাপটি গিফু-হাশিমা ও মাইবারা স্টেশনের মধ্যবর্তী অংশে বিদ্যুৎ লাইনে জড়িয়ে পড়ে। এর ফলে টোকিওমুখী ট্রেনগুলো শিন-ওসাকা ও নাগোয়ার মধ্যে এবং ওসাকামুখী ট্রেনগুলো শিন-ওসাকা ও টোকিওর মধ্যে স্থগিত করা হয়। যখন কর্তৃপক্ষ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছিল, তখন একাধিক স্টেশনে যাত্রীরা কর্মীদের ঘিরে ধরে এবং টিকিট মেশিনের সামনে দীর্ঘ সারি দেখা যায়।

টোকিও ফেরার সময় নিয়মিত যাত্রী সাতোশি তাগাওয়া কিয়োডোকে বলেন, ‘আমি মাসে কয়েকবার শিনকানসেন ব্যবহার করি, কিন্তু বিদ্যুৎবিভ্রাটের কারণে ট্রেন চলাচল বন্ধ হওয়ার ঘটনা এবারই প্রথম দেখলাম।

অন্যদিকে ২৬ বছর বয়সী কাজুতোশি তাচি বলেন, ‘এসব সমস্যায় আমি বিরক্ত। আমি চাই ট্রেনগুলো সময়মতো চলুক।’

এবারই প্রথম নয়, এর আগেও সাপের কারণে শিনকানসেন চলাচলে বিঘ্ন ঘটেছিল। সিবিএস নিউজের তথ্য অনুসারে, ২০২৪ সালের এপ্রিল মাসে নাগোয়া ও টোকিওর মধ্যে চলাচলকারী একটি ট্রেনে ১৬ ইঞ্চি লম্বা একটি সাপ ধরা পড়লে ট্রেনটি ১৭ মিনিট থেমে ছিল।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article