নিজস্ব প্রতিবেদক :
রমনা লোকাল গ্রুপের এডমিন প্যানেল ও সদস্যবৃন্দ আজ বৃহস্পতিবার কুড়িগ্রাম থেকে রমনাবাজার হয়ে পুনরায় কুড়িগ্রাম পর্যন্ত যাত্রা করেন রমনা লোকাল ট্রেনে।
এই যাত্রায় তারা ট্রেন যাত্রীদের মধ্যে রেলসচেতনতা বৃদ্ধির জন্য হাতে নেয় বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ।
হ্যান্ড মাইকের মাধ্যমে যাত্রীদের টিকিট কাটতে উৎসাহ দেওয়া, চলন্ত ট্রেনে ঢিল ছোড়া থেকে বিরত থাকতে অনুরোধ জানানো এবং উচ্ছৃঙ্খল যুবকদের সচেতন করার মতো গুরুত্বপূর্ণ বার্তা প্রচার করেন গ্রুপ সদস্যরা।
উদ্যোগটি যাত্রীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে।
গ্রুপের এক সদস্য জানান আমরা চাই, রেলপথ যেন নিরাপদ, সম্মানজনক ও সুশৃঙ্খল থাকে। এজন্যই এই ক্ষুদ্র প্রচেষ্টা।
এই উদ্যোগের মাধ্যমে রেলযাত্রার শৃঙ্খলা রক্ষা, রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষা এবং যাত্রীদের সচেতনতা বাড়ানোর গুরুত্ব তুলে ধরা হয়।
রমনা লোকাল গ্রুপ সকলকে আহ্বান জানিয়েছে ।
আসুন, সবাই সচেতন হই। রেল রাষ্ট্রীয় সম্পদ — এর রক্ষণাবেক্ষণে সক্রিয় থাকি।
অবশ্যই টিকিট করে ট্রেনে ভ্রমণ করি এবং অন্যদেরও তা করতে উৎসাহ দিই।