Tuesday, November 19, 2024

আখাউড়া স্টেশনে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

আখাউড়া প্রতিনিধি:

Must read

ট্রেনে ৫০ শতাংশ আসন ফাঁকা রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে যাত্রী চলাচলের কথা থাকলেও আখাউড়া স্টেশনে তা অনেকাংশেই মানা হচ্ছে না। এই রেলওয়ে জংশন হয়ে চট্টগ্রাম থেকে ময়মনসিংহ এবং চট্টগ্রাম থেকে সিলেট রেলপথে চলাচলকারী বিভিন্ন আন্তঃনগর ট্রেনে মানা হচ্ছে না নিরাপদ সামাজিক দুরত্ব।

রোববার (২৭ জুন) সকালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেন বেলা সাড়ে ১১টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে যাত্রা বিরতি করে। এ সময় দেখা যায়, স্টেশনে যাত্রা বিরতি দেয়ার সঙ্গেই হুমড়ি খেয়ে ট্রেনে উঠছে যাত্রীরা। অর্ধেক আসন ফাঁকা রেখে ট্রেনে যাত্রীরা বসার কথা থাকলেও তিল ধারণের ঠাঁই ছিল না বগিগুলোতে। যাত্রীদের অনেকেই মুখে ব্যবহার করছেন না মাস্ক।

আখাউড়া রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার (দায়িত্বরত) মাইনুল ইসলাম বলেন, আমরা সরকারের নির্দেশনা পালনে সচেতনামূলক প্রচারণা চালাচ্ছি। কিন্তু ট্রেন যাত্রীরা সচেতন না হলে স্বাস্থ্যবিধি বা নিয়ম মানানো অসম্ভব।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article