ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নতুন পর্ব প্রচার হবে আগামী ৩০ জুলাই রাত ৮টার বাংলা সংবাদের পর। ১৬ জুলাই রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মেট্রোরেল লাইন-৬-এর ডিপোতে এবারের পর্ব ধারণ করা হয়েছে। করোনার কারণে এই প্রথম স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানে কোনো দর্শককে আমন্ত্রণ জানানো হয়নি। সেই হিসেবে এটিই হচ্ছে ‘ইত্যাদি’র দর্শকশূন্য প্রথম অনুষ্ঠান। মেট্রোরেলের সঙ্গে সাদৃশ্য রেখে নির্মাণ করা আলোকিত মঞ্চে ইত্যাদির এই ধারণ অনুষ্ঠান চলে বিকেল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত। অনুষ্ঠানে সাবিনা ইয়াসমিন গেয়েছেন একটি দেশাত্মবোধক গান। গত প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে ইত্যাদি তথ্যভিত্তিক প্রতিবেদন প্রচার করে আসছে। আর সেই ধারাবাহিকতায় এবারের ইত্যাদিতে আমাদের স্বপ্নের মেট্রোরেলের ইতিহাস, অগ্রগতি, এর বিভিন্ন কারিগরি দিক, সুবিধাগুলোর ওপর রয়েছে তিনটি প্রতিবেদন। নিয়মিত পর্বসহ এবারও রয়েছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশকিছু নাট্যাংশ। ইত্যাদির রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।
ইত্যাদি এবার উড়াল রেলের ডিপোতে
ম্যাগাজিন অনুষ্ঠান 'ইত্যাদিতে গান পরিবেশন করছেন সাবিনা ইয়াসমিন