নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও ॥ “মুজিব বর্ষ” উপলক্ষে শেখ হাসিনার দর্শন, রেলপথ উন্নয়ন” এই স্লোগান নিয়ে আরাম দায়ক রেল ভ্রমণ নিশ্চিত করণ ও গফরগাঁও রেল স্টেশনকে আধুনিক মডেলের উন্নয়নের লক্ষে বুধবার সকালে সরজমিনে পরিদর্শনে আসেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ সেলিম রেজা।
গফরগাঁও রেল স্টেশন সূত্রে জানা যায়, “মুজিব বর্ষ” উপলক্ষে বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা সারা দেশে ৫৫টি মডেল স্টেশনের মধ্যে ময়মনসিংহ ও জামালপুর জেলা ৪টি স্টেশন আধুনিক মডেল স্টেশন, গফরগাঁও, ময়মনসিংহ, জামালপুর, ইসলামপুর বাজার পরিদর্শনের লক্ষে কমলাপুর থেকে তিস্তা ট্রেন যুগে সকাল ৯টা ৫২ মিনিটে গফরগাঁও স্টেশনে পৌঁছে। এ সময় তিনি উপজেলা প্রশাসন, সাংবাদিক ও রেলওয়ে কর্মকর্তাদের সাথে আলাপ কালে বলেন, গফরগাঁও স্টেশন হবে আধুনিক রিমডেলের একটি স্টেশন। যা ইতি মধ্যে কাজ শুরু প্রক্রিয়াধীন। আশা করছি যত তাড়াতাড়ি সম্ভব আমরা কাজ শুরু করতে পারব। এ তিনি গফরগাঁও রেল স্টেশনে নতুন রিমডেলিং স্টেশনে অন ডিউটি এস. এম রুম, স্টেশন মাস্টার রুম, বুকিং অফিস, পার্সেল অফিস, ১ম শ্রেণির বিশ্রামাগার, ভিআইপি বিশ্রামাগার, স্টেশনের চারদিকে বাউন্ডারী ওয়াল, প্লাটফরম বর্ধিত করণ ও প্লাটফরম সেট বর্ধিত করণের সুবিধাসহ একটি আধুনিক রেল স্টেশন হবে। এ সময় তার সাথে সফর সঙ্গী হিসাবে ছিলেন প্রণব কুমার ঘোষ (অতিরিক্ত সচিব, রেলপথ মন্ত্রণালয়), মোঃ কামরুল আহসান (অতিরিক্ত মহাপরিচালক, অবকাঠামো, বাংলাদেশ রেলওয়ে), মীর আলমগীর হোসেন, (উপ সচিব, প্রশাসন- ৪, রেলপথ মন্ত্রণালয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম, স্টেশন মাস্টার আব্দুল্লাহ আল হারুনসহ অন্যান্য কর্মকর্তাগন।